নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মূল্যবৃদ্ধি রুখতে ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা রিজার্ভ ব্যাংকের। বর্তমানে রেপো রেট বেড়ে দাঁড়ালো ৪.৪০ শতাংশ। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানান, মানিটরি পলিসি কমিটিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধু রেপো রেট নয়, ৫০ বেসিস পয়েন্ট ক্যাশ রিজার্ভ রেশিও-ও বাড়ানো হল এদিন।
রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পরেই ধস নামে শেয়ার বাজারে, এক ধাক্কায় ১৩০০ পয়েন্ট নেমে যায় শেয়ার বাজার সূচক। এই জোড়া ঘোষণায় বাড়তে চলেছে বাড়ি, গাড়ি সহ অন্যান্য ঋণের EMI এর পরিমাণও।
MPC votes unannimously to increase policy repo rates by 40 bps with immediate effect: RBI Governor Shaktikanta Das pic.twitter.com/JWM6ZwKTo3
— ANI (@ANI) May 4, 2022
উল্লেখ্য, তিন বছর পরে রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলি ঋণ দেওয়ার ক্ষেত্রে আগের তুলনায় সংযত হবে। যারফলে কিছুটা হলেও বাজারে নগদের জোগান নিয়ন্ত্রিত হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক আশা করছে নগদের জোগান কমলে বা সহজে ঋণ না পেলে সাধারণ মানুষ বিলাসবহুল পণ্যের কেনাবেচা কমিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় দ্রব্য কিনতেই অর্থ ব্যয় করবেন। যা বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হলেও হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584