ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়লো কেকেআর

0
54

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

বাংলার দুই খেলোয়াড়ের সামনে আত্মসমর্পণ করলো কেকেআর। আকাশদীপ ও শাহবাজের দুর্দান্ত পারফরম্যান্সে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবি হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্সকে। বুধবার নভি মুম্বাই- এর ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স এর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বোলারদের দাপটে বোঝা যায়। মাত্র ৬.৫ ওভারে কেকেআর ৪৬ রানের মধ্যেই ভেঙ্কটেশ আইয়ার(১০), অজিঙ্কা রাহানে(৯), নিতিশ রানা (১০) ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার (১৩) -এর উইকেট।

Royal Challengers Bangalore

বাংলার রঞ্জি দলের খেলোয়াাড় আকাশদীপ ও হাসরাঙা বোলিংয়ের দাপটে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় আরসিবি। এইসময় একের পর এক উইকেট হারাতে থাকে এবং ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যায় নাইটরা। একমাত্র আন্দ্রে রাসেল ২৫ রান করেন এবং শেষের দিকে উমেশ যাদব ১৮, স্কোর ১২৮ পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আরসিবির। অধিনায়ক, অজিত রাওয়াত ও বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু উইলি রাদারফোর্ডের দুর্দান্ত ৪৫ রানের পার্টনারশিপে আরসিবিকে ম্যাচে ফেরায়।

KKR vs RCB

এরপর বাংলার শাহবাজ আহমেদ গুরুত্বপূর্ণ ২৭, হর্স প্যাটেল ১০ ও প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ১৪ রান করে আরসিবিকে সিজিনের প্রথম জয় এনে দেয় ।১২৮ রানের লক্ষ্য আইপিএল মত পেসাদার লিগে ১৯.২ ওভার ম্যাচ টেনে নিয়ে যাওয়ার জন্য কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার বোলারদের কৃতিত্ব দেন। ম্যাচের সেরা হাসারাঙ্গা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here