মিথ ভাঙলো, জয় দিয়ে আইপিএল শুরু বিরাটদের

0
52

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

গত তিন বারের আইপিএলে হার দিয়ে শুরুর মিথ ভেঙে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই বল বাকি থাকতে হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়ে আইপিএল শুরু করলো টিম বিরাট। টস জিতে ওয়ার্নার বল করার সিদ্ধান্ত নেন, কোহলিদের ব্যাট করতে পাঠান।

গোটা ক্রিকেট মহলকে চমকে দিয়ে ব্যাট হাতে শুরুটা করেন দেবদূত পাডলিকর। অভিষেক ম্যাচেই দর্শনীয় ক্রিকেট উপহার দিয়ে হাফ সেঞ্চুরি হাঁকান কর্ণাটকের তরুণ ব্যাটসম্যান।

RCB | newsfront.co

বিরাট রান না পেলেও ডিভিলিয়ার্স ঝড় অব্যহত তিনিও অর্ধশত রান করলেন। তাঁর পঞ্চাশ এল ২৯ বলে। ৩০ বলে ৫১ করে রান আউট হলেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটো ছয়। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রান করে বিরাটরা।

আরও পড়ুনঃ  করোনা মুক্ত হয়ে চেন্নাই অনুশীলনে ঋতুরাজ

রান তাড়ার শুরুতেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারিয়েছিল হায়দ্রাবাদ। দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হন নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ওয়ার্নার (৬)। দ্বিতীয় ওভারে ১৮ রানে পড়েছিল প্রথম উইকেট। সেখান থেকে দ্বিতীয় উইকেটে মণীশ পাণ্ডের সঙ্গে জনি বেয়ারস্টো যোগ করেন ৭১ রান।

আরও পড়ুনঃ খারাপ খেললে টুর্নামেন্টের মাঝপথে মরগ্যানকে অধিনায়কত্ব দেবে নাইটরা বললেন গাভাসকার

হায়দ্রাবাদের দ্বিতীয় উইকেট পড়ে ৮৯ রানে। যুজভেন্দ্র চহালের বলে আউট হন মণীশ (৩৩ বলে ৩৪)। বেয়ারস্টোর পঞ্চাশ আসে ৩৭ বলে। ১৪ ওভারের শেষে সানরাইজার্সের রান ছিল দুই উইকেটে ১০৮।

ফলে, ৩৬ বলে দরকার ছিল ৫৬ রান। তবে চাহালের বলে বোল্ড হতেই খেলা ঘুরে যায়। বল হাতে এদিন এই লেগ স্পিনার বেঙ্গালুরুকে ম্যাচে ফেরায়। ১৮ রানে তিন উইকেট নিয়ে তিনিই ম্যাচে ফেরালেন ব্যাঙ্গালোরকে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫৩ রানে থামল সানরাইজার্স।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here