মর্যাদার বিরাট ম্যাচ জিতে নিলেন কোহলি

0
72

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

একজন আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি রোহিত শর্মা, অন্যজনের কাছে আইপিএলের একটা ট্রফি না থাকলেও তিনি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

RCB | newsfront.co

ভারতের অধিনায়ক কোহলি ও সহ অধিনায়ক মুখোমুখি হলে আইপিএলে তাঁদের অধিনায়কত্ব পরীক্ষা হয়। একে অপরের পরীক্ষার সামনে পরে আর ১৩তম আইপিএলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই গেলো সুপার ওভার অবধি।

হয়তো ম্যাচ জিতলো বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জস বেঙ্গালুরু। তবে জিতলো ক্রিকেট। রবিবারের পর এদিনও উঠলো ২০০-র ওপর রান। সেটা তাড়া করাও হল। হল সুপার ওভারও। সেখানেও শেষ বলে ম্যাচের রেজাল্ট এল।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দুই ওপেনার-অ্যারন ফিঞ্চ ও দেবদত্ত পাদিকল। ফিঞ্চ ৩৫ বলে ৫২ করে আউট হন, দেবদত্ত পাদিকল ৪০ বলে ৫৪ রান করেন। রান পেলেন না বিরাট। এবি ডিভিলিয়ার্স ২৪ বলে ৫৫ রান করেন। ২০ ওভারে করল ৩ উইকেটে ২০১।

আরও পড়ুনঃ একটা বল মিস করার জন্য রাহুলকে ধন্যবাদ যুবির

জবাবে শুরুটা ভালো হয় নি মুম্বইয়ের। ব্যর্থ রোহিত, সূর্য কুমার দুজনেই, রান পেলেন না ডি কক ও হার্দিক পান্ডিয়া, তবে ঈশান কিষান ও কাইরন পোলার্ড মুম্বইকে ম্যাচে রাখে পোলার্ড তো ম্যাচ প্রায় মুম্বইকে জিতিয়ে দেন। তবে ম্যাচ যায় সুপার ওভারে। আর সেখানে বেঙ্গালুরুর নভদিপ সাত রান দিয়ে ম্যাচ বিরাটদের পকেটে দিয়ে দেন। কোহলি, ডিভিলিয়ার্সকে নিয়ে নেমে বেঙ্গালুরুকে জেতান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here