অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে ছাড়াই সফল ভাবে ১২৩তম আইএফএ শিল্ড আয়োজন করল আইএফএ। তেরো দিনের টুর্নামেন্ট দারুণভাবে করল আইএফএ কর্তারা। আর শনিবার ফাইনালে ছিল অভিনব আয়োজন।
একশো জন লোক রেখে ফাইনাল করল আইএফএ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টেলিকাস্ট ছাড়াও আকাশবাণীতে বাংলাতে। হল ধারাভাষ্য। যুবভারতীতে ফাইনালে বাংলার জর্জ টেলিগ্রাফকে ২–১ গোলে হারিয়ে শিল্ড জিতে নিল রিয়াল কাশ্মীর।
আরও পড়ুনঃ ধোনি স্টাইলে রান আউট ঋদ্ধির
তবে এদিন জর্জ দারুণ লড়াই করে তাঁদের একটা পেনাল্টি মিস না হলে খেলার ফল অন্যরকম হতেই পারতো। এদিন কলকাতার ঠান্ডা কাশ্মীরের ফুটবলারদের সহায়তা করে তাঁদের গোল দু’টি করলেন দুই বিদেশী লুকম্যান ও ম্যাসন রবার্টসন। অন্যদিকে, জর্জের হয়ে একমাত্র গোলটি বাঙালি ফুটবলার গৌতম দাসের।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কাশ্মীর। জর্জও দারুণ লড়াই করে। তবে ৩৮ মিনিটে পেনাল্টি পেয়ে কাশ্মীরের হয়ে গোল করেন লুকম্যান। প্রথমার্ধে পিছিয়ে থাকার পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে দেয় জর্জ।
আরও পড়ুনঃ করোনার জন্য ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন
গৌতম দাস দর্শনীয় গোল করে যান এরপর ম্যাচ বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে তখনই ৬০ মিনিটে রবার্টসন গোল করে দেন কাশ্মীরের পক্ষে গোল খেয়ে যেন খেলা থেকে হারিয়ে যায় জর্জ। তারা ফাইনালে হেরেও মন জিতেছে বাংলা ফুটবলের। ফাইনালের সেরা মিঠুন সামন্ত। জর্জের কম বাজেটের দলকে ফাইনালে তোলার জন্য পিকে ব্যানার্জীর সেরা কোচের সম্মান পান রঞ্জন ভট্টাচাৰ্য।
সর্বোচ্চ গোলদাতা কৃশানু দে ট্রফি পান কাশ্মীর দলের লুকম্যান । সেরা খেলোয়াড় চুনী গোস্বামী পুরস্কার কাশ্মীর দলের রবার্টসন। ফেয়ার প্লে ট্রফি প্রয়াত চিত্র সাংবাদিক রনি রায়ের নামে উৎসর্গ করা হয় সেটা পায় চ্যাম্পিয়ন রিয়াল কাশ্মীর দল। আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায় ছাড়াও সভাপতি অজিত বন্দোপাধ্যায় আর রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584