চ‍্যাম্পিয়ানস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ

0
146

খেলাঘর:-

বায়ার্নের সঙ্গে ২- ২ ড্র করেও  রিয়াল চলে গেল ফাইনালে৷  প্রথম লেগে বায়ার্নদের ২-১ হারিয়েছিল রিয়াল। তাই দু’লেগ মিলিয়ে মোট ৪-৩ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ৷

ম্যাচটিতে রিয়ালের হয়ে দুটি গোলই করেন করিম বেঞ্জেমা৷ আক্রমণাত্মক ফুটবল খেলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারল না বায়ার্ন। এই নিয়ে টানা তৃতীয়বার ইউরোপ সেরা এই লিগের ফাইনালে উঠলো জিনেদিন জিদানের দল।

ফাইনালে ওঠার উচ্ছ্বাস

বের্নাবেউতে শুরুটা ভালোই করেছিল বায়ার্ন।আগের ম্যাচে দলকে এগিয়ে দেয়া জসুয়া কিমিচ ফিরতি পর্বের দুই মিনিটের মাথায়ই গোল করে দলকে এগিয়ে নেন।অবশ্য সমতায় ফিরতে দেরি হয়নি ।  এগারো মিনিটে মাতেও কোভানিসের বাড়ানো ক্রস বক্সে এগিয়ে দেন মার্সেলো। এরপর হেডে বল জালে পাঠান করিম বেনজেমা।বায়র্নের ভুলে দ্বিয়ার্ধের প্রথম মিনিটেই গোল পায় রিয়াল মাদ্রিদ। তোলিসোর ব্যাকপাস ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন বায়ার্নের গোলরক্ষক উলরাইশ। তাকে ফাঁকি দিয়ে বল চলে যায় গোলমুখে, এই সুযোগে বল ঠিকানায় পাঠিয়ে দেন বেঞ্জেমা।৬২তম ‍মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান হামেস রদ্রিগেস। সুযোগ পেয়ে শট করেন তবে তার প্রথম শট ব্যর্থ হওয়ার পরে ফিরতি বল পেয়ে লক্ষভেদ করেন তিনি।তারপর অনেক চেষ্টা করে বায়ার্ন কিন্তু ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here