স্পোর্টস ডেস্ক:-
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তে ক্রিস্চ্রিয়ানো রোনাল্ডোর গোলে রক্ষা পেল রিয়াল মাদ্রিদ।নির্ধারিত সময়ে ৩-০ গোলে জুভেন্তাস এগিয়ে গেলেও অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে সেমিফাইনাল নিশ্চত করল রিয়াল মাদ্রিদ। রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে জয় পেল জুভেন্তাস।কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় সেমি ফাইনালের টিকিট পেল রোনাল্ডোরা। এই নিয়ে টানা আটবার সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। তাছাড়া সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন হয় তারা।

শুরুটা দারুণ করে জুভেন্তাস। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায়ই রিয়ালের জালে বল পাঠিয়ে এগিয়ে যায় । এদিন নিজেদের মাঠে শুরু থেকেই ছন্দহীন ছিল রোনাল্ডোরা। ম্যাচের ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটিও হজম করতে হয় তাদের। এতে আরো চাপে পড়ে যায় রিয়াল।প্রথমার্ধের চাপ সামলিয়ে দ্বিতীয়ার্ধে ভালো শুরু করলেও খুুব বেশি সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোলরক্ষকের ভুলে তৃতীয় গোল খেয়ে বসে রোনাল্ডোরা। যাতে স্কোর লাইন দাঁড়ায় ৩-০।

বিদায় ঘন্টা যখন প্রায় বেজে উঠছিল তখনই অতিরিক্ত সময়ে ম্যাচের চিত্র পাল্টে দেন সিআর সেভেন। গোলমুখে ভাসকেজকে বেনাতিয়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বল জালে জড়িয়ে সমর্থকদের আনন্দে ভাসান তিনি।রেফারির এ সিদ্ধান্তের বিরুদ্ধে গোলরক্ষক বুফোঁ তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন ও মাঠ ছেড়ে যেতে বাধ্য হন।
টুর্নামেন্টে এই নিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড -রোনাল্ডো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584