স্পোর্টস ডেস্কঃ-
চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের।
চ্যাম্পিয়ন্স লিগের ১৩ তম শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। খেলা শুরুর ২৭ মিনিটেই লিভারপুলের মনোবল ভেঙ্গে যায় মোঃ সালাহর ইঞ্জুরিতে।ছাড়তে হয় মাঠ। ২৭ মিনিটে রামোসের সঙ্গে হাত জড়িয়ে কাঁধে প্রচণ্ড ব্যাথায় মাঠে শুয়ে পড়েন সালহা। ফিজিও চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলেও পরে ব্যাথা সহ্য করতে না পেরে ২৯ মিনিটে কান্না ভেজা কণ্ঠে মাঠ ছাড়েন সালাহ।
তারপর ৪৮ মিনিটে প্রথম গোলটি আসে বেনজেমার দৌলতে। ম্যাচের ৫৩ মিনিটে সাদিও মানির গোলে সমতা ফেরায় লিভারপুল। ৬২ মিনিটে গ্যারেথ বেলের সেই এক্রোবেটিক গোল আবারও রিয়ালকে এগিয়ে নিয়ে যান ম্যাচে। ৮৩ মিনিটে লম্বা শর্টে কারিয়াসকে বোকা বানিয়ে আবারো গোল করেন বেল। সেই সঙ্গে নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন লীগ শিরোপা।পর পর তিন বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা এখন শুধুই রিয়ালের।
রেকর্ড গড়লেন জিনেদিন জিদান; কোচ হিসাবে পরপর তিন বার চ্যাম্পিয়ানস লিগ জেতার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584