স্পোর্টস ডেস্ক:-
পিছিয়ে পড়েও বায়ার্নের মাঠ থেকে জয় নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। গত দুইবারের চ্যাম্পিয়নরা খেলার ২৮ মিনিটেই পিছিয়ে যায়। তবুও পরে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় তারা। ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচে গোল করার পর আজ গোল পাননি রোনান্ডো। রোনাল্ডো এদিন গোল না পেলেও মার্সেলো ও মার্কো আসেনসিওর লক্ষ্যভেদে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণে এগিয়ে ছিল বায়ার্ন। ২০ সেকেন্ডের মাথায়ই এগিয়ে যেতে পারত তারা। গোল খেতে বসেছিল রিয়াল। কিন্তু লেভানদোভস্কি বাড়ানো বলে ডি-বক্সে ফাঁকায় থেকেও মিস করেন টমাস মুলার। খেলার আট মিনিটেই প্রাণ ভোমরা আরিয়েন রোবেন চোট পেয়ে মাঠ ছাড়লে ধাক্কা খায় বায়ার্ন।
২৮তম মিনিটে আচমকা এক আক্রমণে এগিয়ে যায় বায়ার্ন।৩৪তম মিনিটে বায়ার্ন শিবিরে আরেক ধাক্কা হয়ে আসা চোট পেয়ে ডিফেন্ডার জেরোমে বোয়াটেং মাঠ ছাড়াটা।হুট করেই ৪৪ মিনিটে সমতায় ফেরে রিয়াল।দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে ছিল বায়ার্ন। কিন্তু আবারো এক আচমকা পালটা এটাকে গোল করে বসে রিয়াল।
এরপর অনেক আক্রমণ শানিয়েও গোল শোধ করতে পারেনি মিউনিখ। তাই ২-১ গোলে হার নিয়েই প্রথম পর্ব শেষ করতে হয় তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584