নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
লকডাউন পরবর্তী অধ্যায়টা ভালো ভাবেই শুরু করলো রিয়াল মাদ্রিদ লা লিগা পুরে নিলো পকেটে। অন্যদিকে বার্সেলোনা শিবিরে ঘোর অমাবস্যা ২-১ গোলে ওসাসুনার কাছে হেরে লা মাথা নিচু কাতালানদের। এদিন শুরু থেকেই ওসাসুনার সঙ্গে ছন্নছাড়া ফুটবল খেলে বার্সা। ম্যাচের ১৫ মিনিটেই গোল করে ওসাসুনা। এরপরে ৬২ মিনিটের মাথায় গোল শোধ করে মেসি। এর ১৩ মিনিট পর লাল কার্ড দেখে ওসাসুনার গালগ।
সেই সুযোগ তুলতে পারেনি বার্সা উল্টে ইনজুরি টাইম মাথায় তোরেস গোল করে এগিয়ে দেন ওসাসুনাকে। ম্যাচের শেষে দল গঠন নিয়ে ক্ষোভ উতরে দেন মেসি। বার্সা হেরে যাওয়ার ফলে ভিল্লারিয়ালকে ২-১ গোলে হারিয়ে লা লিগা জিতে নিলো জিদান ব্রিগেড। ম্যাচের ২৯ লুকা মার্দিকের পাসে গোল করেন বেঞ্জিমা। ৮৩ মিনিটে পেনাল্টি পেয়ে ফের গোল করেন বেঞ্জিমা।
আরও পড়ুনঃ ধোনির প্রশংসায় কার্স্টেন
এর কিছুক্ষণ পর ভিল্লারিয়াল ব্যবধান কমালেও শেষ রক্ষা হয় নি। এক ম্যাচ বাকি থাকতেই ৩৭ ম্যাচে চ্যাম্পিয়ন রিয়ালের ঝুলিতে ৮৬ পয়েন্ট নিয়ে লা লিগা জয় করলো রিয়াল। এই নিয়ে চৌত্রিশ বার। একই সঙ্গে প্লেয়ার হিসেবে একটা লা লিগা পেলেও কোচ হিসেবে জোড়া লা লিগা পেলেন জিদান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584