নার্সদের ইস্তফা সামাল দিতে অবসরপ্রাপ্তদের নিয়োগের প্রস্তাব, পরিযায়ীদের জন্যও পরিকল্পনা

0
59

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে বিপুল হারে নার্সদের ছেড়ে যাওয়া নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে এবার দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। করোনা আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে গত তিন দিনে কর্মরত ৩৭১ জন নার্সকে ফিরিয়ে নিয়েছে অন্য রাজ্যগুলি। তার জেরে বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা সংকট সামাল দিতে হাসপাতালগুলিতে স্থানীয়দের বিশেষ প্রশিক্ষণ দিয়ে ‘হেল্পার’ নিয়োগের চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

একই সঙ্গে অবসরপ্রাপ্ত নার্সদেরও নতুন করে এই পরিস্থিতিতে চাকরির জন্য আবেদন করার আহ্বান জানিয়ে তাঁদের নিয়োগ করার পরিকল্পনা জানান মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘ভিনরাজ্যের ৩০০-৩৫০ নার্স চলে গিয়েছেন। স্থানীয়দের নিয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা দেখতে হবে। পুরুষ ও মহিলা হেল্পার নিয়োগ করা যেতে পারে। অবসরপ্রাপ্তরা আবেদন করলে তাঁদেরও নিয়োগ করা হতে পারে। মুখ্যসচিবকে বলেছি হেল্পার নিয়োগ করতে। প্রাথমিক কাজ করতে পারে, এমন কাউকে নিয়োগ করতে হবে। দরকারে অল্প প্রশিক্ষণ দিয়ে নেওয়া যেতে পারে।’

আরও পড়ুনঃ বাংলাদেশে আটকে থাকা ১৬৯ জন বিশেষ বিমানে ফিরলেন কলকাতা বিমানবন্দরে

পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে যে পরিকল্পনা করে এগোনো হচ্ছে, সে কথাও এদের নবান্নে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একসঙ্গে যাতে প্রচুর পরিযায়ী শ্রমিক আসলে রাজ্যে সমস্যা তৈরি না হয়, সেই জন্য ধাপে ধাপে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ১২০ ট্রেন চাওয়া হয়েছে এরপরে আরো ১২০ টি ট্রেন আসবে। নিখরচায় নিজের রাজ্যে ফিরে আসবেন পরিযায়ী শ্রমিকরা। এমনকি অন্য রাজ্যের শ্রমিকদেরও তাদের রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অন্য রাজ্য সরকারও যাতে পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরাতে সহায়তা করে, সেই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের সামনে এই মুহূর্তে তিনটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা, পরিযায়ী শ্রমিক এবং আমফান ঘূর্ণিঝড়। এই পরিস্থিতিতেও কেন্দ্রের ডিজাস্টার ম্যানেজমেন্ট বৈঠকে শুধুমাত্র রেসিডেন্সিশিয়াল কমিশনারকে ডাকা অসৌজন্যমূলক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যকে কিছু জানানো হয়নি, কিছু জানতে চাওয়াও হয়নি। করোনা সামলাতেও কেন্দ্র আর্থিক প্যাকেজে রাজ্যকে কিছুই দেয়নি বলে মন্তব্য করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here