গরু দেখাশোনায় কমে কয়েদিদের ‘অপরাধমূলক মানসিকতা’, মন্তব্য আরএসএস প্রধানের

0
41

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত শনিবার গো-বিজ্ঞান সংস্থার আয়োজিত একটি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এসে বলেছিলেন যে অভিজ্ঞতা প্রমাণ করে যে কারাগারের বন্দীদের ‘অপরাধমূলক মানসিকতা’ হ্রাস পায় গরু দেখাশোনার মাধ্যমে।

rearing cows diminish criminal mindset of prisoners | newsfront.co
মোহন ভাগবত। চিত্র সৌজন্যঃ এনডিটিভি

ওই অনুষ্ঠানে এসে তিনি আরও বলেন, “গরু মহাবিশ্বের জননী …. এরা মাটি, প্রাণীজগৎ, পাখিদের লালনপালন করে এবং মানুষেরও খেয়াল রাখে।পাশাপাশি মানজগতকে সেসব রোগের থেকে রক্ষা করে, যা মানুষের হৃদয়কে ফুলের মতো নমনীয় করে দেয়।”

আরও পড়ুনঃ সরকার বিরোধী বিক্ষোভ ইরাকে, বাগদাদে গুলিতে নিহত ২০

“কারাগারে যখন গো-শেড স্থাপন করা হয় এবং বন্দীরা গরু লালন-পালন শুরু করে, তখন কর্তৃপক্ষ দেখেছিল যে এই বন্দীদের অপরাধমূলক মানসিকতা হ্রাস পেতে শুরু করেছে। কারা কর্তৃপক্ষের ভাগীদার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এটি বলছি”—বক্তব্যে যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গরু সংরক্ষণের জন্য সমগ্র সমাজকে একত্রিত হওয়া উচিত এবং বৈজ্ঞানিক উপায়ে ভারতীয় জাতের গরুগুলির গুরুত্ব জনগণকে জানানো উচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here