দুর্গাপুরের উন্মাদনার কারন প্রয়াস

0
262

সুদীপ পাল,বর্ধমানঃ

reason for madness try at durgapur
প্রয়াস রায় বর্মণ।নিজস্ব চিত্র

প্রয়াস রায় বর্মণ, আইপিএল নিলামের দৌলতে এই নামটি এখন পরিচিত। জয়পুরে আইপিএল ১২-র নিলামে বাংলা ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি,বছর ১৬-র লেগ স্পিনার প্রয়াস রায় বর্মনের দেড় কোটিতে বিক্রি হওয়া।দুর্গাপুরের ছেলে প্রয়াস।আদতে লেগস্পিনার তবে প্রয়োজনে ব্যাটও সে করতে পারে।দুর্গাপুর ক্রিকেট ক্লাবের শিবনাথ রায় এর কাছে চলেছিল ক্রিকেটের হাতেখড়ি থেকে ঘষামাজা।অম্বর রায় টুর্ণামেন্টে অনূর্ধ্ব ১৪ বাংলা দলের হয়ে সুযোগ পায় সে। পরবর্তীতে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক ম্যাচেই জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে পাঁচ ওভার বল করে কুড়ি রান দিয়ে চার উইকেট নিয়েছিল সে। বিভিন্ন টুর্নামেন্টে খেললেও বাংলার হয়ে এখনো অভিষেক হয়নি তার তবে তার আগেই হয়ে গেল আইপিএলে অভিষেক হওয়ার মঞ্চ।
বাংলার ক্রিকেটারদের মধ্যে তাঁর চেয়ে বেশি দাম পেয়েছেন শুধু মহম্মদ সামি (৪ কোটি ৮০ লাখ)।ঋদ্ধিমান সাহা পেয়েছেন এক কোটি ২০ লক্ষ।
শুরু থেকেই প্রতিশ্রুতিমান প্রয়াস। এখন দুর্গাপুরবাসি অপেক্ষা করছেন কবে আইপিএলে অভিষেক হবে প্রয়াসের।প্রয়াস যদিও বলছে, নিজে লেগ স্পিনার হলেও আমিও বিরাট কোহলির দারুণ বড় ফ্যান।

আরও পড়ুন: হাতি বাঘের আক্রমন রক্ষার্থে সভা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here