সাম্প্রতিক নাগরিকত্ব আবেদন বিজ্ঞপ্তির সঙ্গে CAA2019-এর কোনো সম্পর্ক নেই: কেন্দ্র

0
149

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সাম্প্রতিক জারি করা নাগরিকত্বের আবেদন বিজ্ঞপ্তির সঙ্গে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এর কোনো সম্পর্ক নেই বলে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

 

গত ২৮ মে এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায় যে ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসে যে সমস্ত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ও ক্রিস্টান ধর্মাবলম্বীরা গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব ও হরিয়ানায় বসবাস করছেন তাঁরা এখন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

কোভিড আবহে সে নির্দেশিকা ঘিরে পড়ে যায় হইচই। সুপ্রিমকোর্টে নির্দেশিকার বিরুদ্ধে জমা পড়ে আবেদন। সেই সংক্রান্ত এক আবেদনের শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হলফনামায় জানায়,’নির্দিষ্ট ওই বিজ্ঞপ্তিতে বিদেশিদের জন্য আলাদা কোন সুবিধার ঘোষণা করা হয়নি। যারা ভারতে আইন মেনে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য।নাগরিকত্ব আইন (১৯৫৫)-র ১৬ ধারায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী নথিভুক্তিকরণ ও স্বাভাবিক নাগরিকত্বের আবেদন করা যাবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here