নিজস্ব সংবাদদাতা,দাসপুরঃ
বালিকা খ বিভাগে উচ্চ-লম্ফনে পশ্চিম মেদিনীপুর জেলার সেরা হয়েছে দাসপুর বাছড়াকুন্ডু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মৌসুমী সিংহ। এই খুদে প্রতিযোগীকে উৎসাহিত করতে এগিয়ে এল নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার দেশপ্রাণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি।
আজ একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে মৌসুমীকে ওই সমবায়ের পক্ষথেকে নগদ দু হাজার টাকা ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রামকৃষ্ণ কারক, সম্পাদক পঞ্চানন ভুঁইয়া, প্রাক্তন সভাপতি মিহির মণ্ডল সহ মৌসুমীর স্কুলের সমস্ত শিক্ষক মৌসুমির বাবা পরেশ সিং, সমিতির ম্যানেজার অনিমেষ মণ্ডল ও সমিতির কর্মী কেশব ভুঁইয়া, শ্রীকান্ত আদক,শংকর দোলই,সন্দীপ পাত্র,রঞ্জিত মাইতি প্রমুখ।
দেশপ্রাণ সমবায়ের পক্ষে অনিমেষ বাবু বলেন,”মৌসুমী আমাদের এলাকার গর্ব।ও ওর কৃতিত্বের মধ্যদিয়ে সারা জেলায় আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে।তাই আমাদের কর্তব্য ওকে উৎসাহিত করা।আমারা আশা করব রাজ্যেও ও খুব ভালো ফল করবে।”
আরও পড়ুনঃ নবদ্বীপ পৌরসভা আয়োজিত ফুটবল কাপ জয়ী বিশ্বকর্মা ক্লাব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584