চন্দ্রকোনা রোডে আবৃত্তি কর্মশালা

0
60

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

জেলার চন্দ্রকোনা রোডে অনুষ্ঠিত হলো আবৃত্তি কর্মশালা। সম্প্রতি চন্দ্রকোনা রোডের অগ্রণী সাংস্কৃতিক সংগঠন শৃন্বন্ত্ত’র উদ‍্যোগে স্থানীয় জি এস এফ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেতার ও দূরদর্শনখ‍্যাত প্রখ্যাত বাচিক শিল্পী দেবাশীষ চক্রবর্তী এবং জেলার উদীয়মান আবৃত্তি শিল্পী পায়েল সামন্ত।উভয় প্রশিক্ষক কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের হাতেকলমে বুঝিয়ে দেন আবৃত্তি কীভাবে উপস্থাপন করতে হয়।

নিজস্ব চিত্র

তাঁরা উচ্চারণ ও বাচনভঙ্গির উপর বিশেষ আলোকপাত করেন।পাশাপাশি দুজনে বেশ কয়েকটি আবৃত্তিও পরিবেশন করেন।প্রশিক্ষক দেবাশীষ চক্রবর্তী বলেন,’আবৃত্তি এমন একটি বিষয়,যা শিশুকাল থেকেই রপ্ত করতে হয়’।এই ধরনের কর্মশালায় প্রথমবারের জন্য প্রশিক্ষিকা হিসেবে উপস্থিত থাকতে পেরে আপ্লুত উদীয়মান বাচিক শিল্পী পায়েল সামন্ত।এই কর্মশালায ৭০ জনেরও বেশি শিক্ষার্থী যোগ দেয়। কর্মশালার শেষ লগ্নে উভয় প্রশিক্ষক যৌথ ভাবে “কাঠুরিয়ার গল্প” শ্রুতি নাটকটি মনোগ্রাহী ভাবে উপস্থাপন করে উপস্থিত সকলের মন জয় করে নেন। কর্মশালায় শেষ সব শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

নিজস্ব চিত্র

কর্মশালার আয়োজকদের অন‍্যতম গনেশ চন্দ্র লেট জানান, ‘এই ধরনের কর্মশালা চন্দ্রকোনা রোড এলাকায় এই প্রথমবার হলো, তবুও ভালো সাড়া পাওয়া গেছে’। পরবর্তীকালে তাঁরা আরো বড় আকারে এই ধরনের কর্মশালার আয়োজন করবেন।

আরও পড়ুনঃ কাটোয়া মহকুমা পরিবহন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here