পাঁচবার হনুমান চালিশা পাঠেই মিলবে করোনামুক্তি! দাওয়াই প্রজ্ঞার

0
55

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ভ্যাকসিনের আশায় দিন গুনছেন সকলেই। তবে এই পরিস্থিতিতেও ভ্যাকসিন নয়, ভাইরাস তাড়াতে ‘হনুমান চালিশা’ পাঠের উপরেই ভরসা রাখলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। করোনা রুখতে তাঁর দাওয়াই, ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় পাঁচবার হনুমান চালিশা পাঠ করলেই দেশে কমবে ক্ষুদ্রাতিক্ষুদ্র অথচ দাপুটে ভাইরাসের প্রকোপ।

Pragya Thakur | newsfront.co
প্রজ্ঞা সিং ঠাকুর। ফাইল চিত্র

তিনি আরও বলেন যে, “করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ভোপালে আগামী ৪ আগস্ট পর্যন্ত লকডাউন। তবে আমরা ৫ আগস্ট পর্যন্ত হনুমান চালিশা পাঠ করব। ওইদিন অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ করোনা ঠেকাতে ভ্যাকসিনের বদলে রোজ রাম, ডিম পোচ খাওয়ার পরামর্শ কংগ্রেস নেতার

সেদিন আমরা দীপাবলির মতো উদযাপন করব, প্রদীপ জ্বালাব, সন্ধ্যা সাতটায় পাঁচবার হনুমান চালিশা পড়ব এবং আরতি করব। দেশের সর্বত্র মানুষ যখন একসঙ্গে হনুমান চালিশা পাঠ করবেন, তখন তা নিশ্চিতভাবে কাজ করবে এবং আমরা করোনামুক্ত হব। এটা ভগবান রামের কাছে আমাদের প্রার্থনা”।

আরও পড়ুনঃ রূপ বদলাচ্ছে ‘করোনা’, ঘুম উড়েছে গবেষকদের

প্রসঙ্গত, দিনকয়েক আগেই বিজেপির প্রবীণ এক নেতা দাবি করেছিলেন, “অযোধ্যায় একবার রাম মন্দির নির্মাণকাজ শুরু হতে দিন। আমার বিশ্বাস, রামচন্দ্র তুষ্ট হয়ে বধ করবেন করোনাকে।” অনেকেই বলছেন, সে পথে হেঁটেই ৫ আগস্ট পর্যন্ত ‘হনুমান চালিশা’ পাঠের দাওয়াই দিলেন প্রজ্ঞা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here