সুব্রতর স্বীকৃতি লাভ মালদহ জেলা প্রশাসনের

0
68

হরষিত সিংহ,মালদহঃ

মালদহ জেলা প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের সঙ্গে বৈঠক করে জেলার উন্নয়ন মূলক কাজের প্রশংসা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি।

পাশাপাশি এদিন প্রশাসনিক বৈঠক করতে এসে আসামের গণহত্যার ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানালেন মন্ত্রী।তার কথা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অসমের গণহত্যার ঘটনা নিয়ে লাগাতার আন্দোলন চলবে । দলনেত্রী ঠিক করবেন আসামের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রতিনিধি দল সেখানে যাবে কিনা।

শনিবার দুপুর ১ টায় মালদা কালেক্টর বিল্ডিং-এর কনফারেন্স রুমে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাজকর্ম নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের মন্ত্রী সুব্রত মুখার্জী।জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য , মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সহ বিভিন্ন দফতরের বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা।
প্রশাসনিক বৈঠক শুরুর আগেই পঞ্চায়েত মন্ত্রী বলেন,রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েতের কাজ কর্ম কি রূপ হচ্ছে তার তদারকি করতেই জেলায় জেলায় এই ধরনের পঞ্চায়েত বিষয়ক প্রশাসনিক বৈঠক করা হচ্ছে।তবে বিভিন্ন জেলার পঞ্চায়েতগুলিতে কাজকর্ম যে খুব ভালো মত হচ্ছে তা নিয়েও আশা প্রকাশ করেছেন মন্ত্রী সুব্রত মুখার্জী।বৈঠক শেষে এদিন জেলার কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।তিনি বলেন জেলায় সকলে মিলে ভাল কাজ করছে। প্রায় সমস্ত প্রকল্পেই ভাল কাজ হচ্ছে।কিছু প্রকল্পের কাজে একটু জোর দিতে হবে।(ছবিঃঅভিষেক দাস)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here