শ্যামল রায়,কালনাঃ
আট দিন আগে কালনা শহরের কদমতলা সংলগ্ন পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের পরিচয় অজানা থাকায় মৃতদেহটি কালনা মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়। সোমবার সকালে কালনা মহকুমা হাসপাতালে গিয়ে পরিবারের লোকজনেরা ওই মৃত যুবকের দেহ সনাক্ত করেন । মৃত যুবকের নাম সুজিত বিশ্বাস,বয়স৩২।
সোমবার মৃত সুজিতের বৌদি টুসু বিশ্বাস জানিয়েছেন যে সুজিত আগাগোড়াই চাদর-কম্বল মশারি বিক্রি করতে গ্রামে গ্রামে যেত। গত ২০ই জানুয়ারি বাড়ি থেকে গ্রামে হকারি করতে বের হয়। সেই থেকে আর বাড়ীতে ফিরে আসেনি। তারপরে নিখোঁজ ডায়েরি করা হয় নবদ্বীপ থানায়।
আরও পড়ুন: জিনগাও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চের উদ্বোধনে সাংসদ মঃ সেলিম
২৪ তারিখ কালনা থানার কদমতলা সংলগ্ন পুকুরে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা ।
সুজিতের স্ত্রি অনিমা বিশ্বাস জানিয়েছেন যে কেউ তার কাছে স্বামীর প্রাণের জন্য ৬হাজার টাকা দাবি করে । পরপর দুবার ফোন করার পর আর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি ফোনে টাকা দাবি করেছিল যে তার সঙ্গে।
অনিমা বিশ্বাস দাবি তার স্বামীকে মেরে জলে ফেলে দেয়া হয়েছে। নবদ্বীপ শহরের ভর পাড়ার বাসিন্দাদের দাবি সুজিত ভালো ছেলে ছিল কিন্তু এই ধরনের ঘটনায় সবাই অবাক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584