নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আমেরিকা ও কানাডায় আগের সব রেকর্ড ভেঙে ক্রমশ বাড়ছে তাপমাত্রা বলা যেতে পারে তাপপ্রবাহে বিধ্বস্ত দুটি দেশ। এদিকে বিজ্ঞানীরা বলছেন এই সবে শুরু, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে এইসব অঞ্চলগুলোতে দিনে দিনে বাড়তে থাকবে তাপমাত্রা। অন্যদিকে প্রবল বর্ষণে প্লাবিত হচ্ছে জার্মানি, সুইৎজ়ারল্যান্ড সহ ইউরোপের একাংশ।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলের একটি ছোট গ্রাম লিটনে সোমবার তাপমাত্রা ছুঁয়েছে ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৩৭ সালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। আমেরিকার পোর্টল্যান্ড শহরের তাপমাত্রা ছুঁয়েছে ৪৬ ডিগ্রি। ওরেগনের সালেম শহরে সোমবারের তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে সিয়াটলেও।
সাধারণভাবে এই গুলি বেশির ভাগই শীতল আবহাওয়ার অঞ্চল এবং বৃষ্টির পরিমাণও বেশি। বরং ঝকঝকে রোদ-ই বিশেষ দেখা যেতনা এই অঞ্চলগুলিতে। আর এখন কাঠফাটা রোদে নাস্তানাবুদ বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে হু হু করে বিকোচ্ছে এয়ারকন্ডিশনার, এমনকি তাও বাজারে প্রায় অমিল। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে খাপ খাওয়াতে পারছেনা রান্নাঘরের ভেন্ট, বন্ধ করতে হচ্ছে একাধিক রেস্টুরেন্ট। গরমে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। কর্মচারীদের জন্য ‘কুলিং সেন্টার’ খুলেছে কিছু কিছু সংস্থা।
আরও পড়ুনঃ বাঁ পায়ে চোট, উইম্বলডন থেকে ছিটকে গেলেন সেরেনা
সম্প্রতি কোভিড বিধি শিথিল করে ওরেগনে সুইমিং পুল খোলার অনুমতি দিয়েছিল প্রশাসন। গরম থেকে রেহাই পেতে ভিড় বাড়ছিল পুলগুলিতেও। হঠাৎ করে তাঁদের অনেকের শরীরেই ফোস্কা জাতীয় সমস্যা দেখা দিতে শুরু করায় বন্ধ করে দিতে হয়েছে পুলও।
আরও পড়ুনঃ করোনা টিকা নিয়ে অন্ধ স্বামী, আর্থিক সাহায্য করা যায় কি না খতিয়ে দেখার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
আবহাওয়ার পরিবর্তন হচ্ছে জার্মানি, সুইৎজ়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলিতেও। হঠাৎ করে কাল রাতে সেখানে ভারী বৃষ্টি হয়, কিছু কিছু জায়গাতে শিলাবৃষ্টিও হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। এর জেরে বন্ধ করে দিতে হয় জার্মানির স্টুটগার্ট শহরের রেল পরিষেবা। এমনকি কিছু কিছু রাস্তায় জমে যায় জলও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584