৪৬ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি কোলাবাতে, বিপর্যস্থ মুম্বাই

0
84

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অবিশ্রান্ত বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। কোলাবাতে একদিনে ৪৬ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি। আগস্ট মাসের প্রথম ৫ দিনে সারা মাসের বৃষ্টির সম্ভাব্য পরিমাণের ৬৭ শতাংশ বৃষ্টি ছাড়িয়েছে মুম্বাইতে। কোলাবা অঞ্চল যেখানে বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত, ৪৬ বছরের রেকর্ড ভেঙেছে একদিনে বৃষ্টির পরিমাণ। সারাদিনে বৃষ্টির পরিমাণ ৩৩১.৮ মিলিমিটার।

Record rain | newsfront.co
বিপর্যস্ত মুম্বাই। সংবাদ চিত্র

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মুম্বাই ও আশপাশের অঞ্চলে আগামী এক দুদিন আরো বৃষ্টি চলবে এবং ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, এনডিআরএফের বিভিন্ন দল মুম্বাই শহর ও শহর সংলগ্ন এলাকা জমা জলমুক্ত করার কাজ চালাচ্ছে।

আরও পড়ুনঃ মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ডিওয়াই পাতিল, ওয়াংখেড়ে

ভান্দুপ এলাকায় একটি বাড়ী ভেঙে দুজন আহত হয়েছেন, অসংখ্য গাছ ভেঙে পড়েছে সারা শহর জুড়ে, ১০ টি জায়গায় বিদ্যুতের শর্ট সার্কিট জনিত দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সর্বক্ষণ পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন। বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন সম্পূর্ন প্রস্তুত যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here