নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
১৯২৬ সালের পর এই বছর প্রথম রেকর্ড গড়ল বৃষ্টিপাত। শুধু অগাস্ট মাসে বৃষ্টি হয়েছে ৩২.৭সে.মি। আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত দেশে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিক। শুধু আগস্ট মাসে বৃষ্টির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩২.৭ সে.মি যা ১৯২৬ এর পর রেকর্ড।
১৯২৬ সালে আগস্টে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৪.৮ সে.মি. যা স্বাভাবিকের থেকে ৩৩% বেশি। সেপ্টেম্বর এর শুরু থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও ১৭ সেপ্টেম্বর নাগাদ আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে, জানিয়েছে আবহাওয়া দফতর। অতিরিক্ত বৃষ্টির বেশির ভাগই হয়েছে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, ছত্তিশগড়, ওড়িশাতে।
আরও পড়ুনঃ সংক্রমণের বাড়বাড়ন্তে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের
আবহাওয়া দপ্তর চলতি বছর থেকে শহরে বন্যা পরিস্থিতির পূর্বাভাসের পরিষেবা চালু করছে, আপাতত তা শুধু মুম্বাই এবং চেন্নাইয়ের জন্য চালু হলেও, বেঙ্গালুরু এবং কলকাতাতেও এই পরিষেবা শুরু হবে। আবহাওয়া দফতরের বক্তব্য অন্যান্য শহরের ক্ষেত্রেও এই পূর্বাভাস দেওয়া যায় কিন্তু তার জন্য শহরের বিস্তৃত ম্যাপ প্রয়োজন।
আরও পড়ুনঃ আগামীদিনে অতিবৃষ্টি ও খরার প্রবণতা বাড়বেঃ খড়গপুর আইআইটির গবেষক
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে ১০% শতাংশ কম, মধ্য ভারতে ১৭% বেশি, দক্ষিণ ভারতে ২০% বেশি আর উত্তর পূর্ব ভারতে একেবারে স্বাভাবিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584