ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ফের একদিনে রেকর্ড আক্রান্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল।
Record 62,538 COVID-19 cases in 24 hrs push India's tally to 20,27,074; death toll climbs to 41,585 with 886 new fatalities: Centre
— Press Trust of India (@PTI_News) August 7, 2020
কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬২৫৩৮ জন, সঙ্গে মৃত্যু হয়েছে ৮৮৬ জনের।
Active COVID-19 cases stand at 6,07,384 while 13,78,105 people have recovered so far: Health ministry
— Press Trust of India (@PTI_News) August 7, 2020
এই মুহূর্তে দেশে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ২৭ হাজার ৭৫ জন। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন জন ৬ লক্ষ ৭ হাজার ৩৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৬ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৫৮৫।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584