নিজস্ব সংবাদদাতা, কোলকাতা
আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখেই প্রাথমিকে এবার ২৫ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনদিন আগেই ঘোষণা করেছিলেন প্রাথমিক টেটের। সেইমতোই পর্ষদ এদিন বিজ্ঞপ্তি জারি করে দিল।
প্রশিক্ষিত প্রার্থীদের এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রাথমিক টেটে। শিক্ষক নিয়োগের জন্য পর্ষদের ওয়েবসাইটে আবেদন জানানো যাবে। সে জন্য দু-বছরের প্রশিক্ষণ ও উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। ১০ অক্টোবর থেকে ২৯ অক্টোবর আবেদন গ্রহণ করা হবে। সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষা ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। তফশিলি প্রার্থীদের জন্য ফি ধার্য হয়েছে ২৫ টাকা।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই প্রাথমিক টেটের নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শেষ করে ফেলা হবে। এদিনই পর্ষদের ওয়াবসাইটে আবেদনপত্র আপলোড করে দেওয়া হচ্ছে। অন লাইনেই প্রাথমিক শিক্ষকের শূন্য পদে আবেদন শুরু করা যাবে মঙ্গলবার সকাল ১০টা থেকে।
কীভাবে এই আবেদন করা হবে, তাও বিস্তারিত দেওয়া রয়েছে ওয়েবসাইটে।পর্ষদ জানিয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নম্বরে ৫ শতাংশ ছাড় পাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584