নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে তৈরি হয়েছে মহামন্দার পরিস্থিতি। যার জেরে শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছিল অর্থমন্ত্রক। সেখানেই খরচ কমাতে একাধিক পরিকল্পনার উল্লেখ করা হয়েছিল। আর তাতেই শুরু হয় জল্পনা।

তবে কি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও লাগাম টানতে চলেছে মোদী সরকার? এই নিয়ে নানান প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। কিন্তু এদিন সমস্ত ধোঁয়াশা কাটিয়ে কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, সরকারি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হচ্ছে না।
CLARIFICATION:
There is no restriction or ban on filling up of posts in Govt of India . Normal recruitments through govt agencies like Staff Selection Commission, UPSC, Rlwy Recruitment Board, etc will continue as usual without any curbs. (1/2) pic.twitter.com/paQfrNzVo5— Ministry of Finance (@FinMinIndia) September 5, 2020
শুক্রবার অর্থমন্ত্রকের এক্সপেন্ডিচর ডিপার্টমেন্ট একটি নির্দেশিকা জারির পরই সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যা উল্লেখ করে টুইটও করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেসরকারিকরণ থেকে বেকারত্ব-সব নিয়েই কেন্দ্রের দিকে আঙ্গুল তোলেন তিনি।
কিন্তু রাহুলের সেই টুইটের কয়েক ঘণ্টা পরই নিজেদের অবস্থান স্পষ্ট করল মোদী সরকার। টুইট করে জানানো হল, সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ইউপিএসসি, এসএসসি, আরআরবি-সহ অন্যান্য সরকারি নিয়োগ আগের মতোই চলবে।
আরও পড়ুনঃ দিকভ্রষ্ট চিনের নাগরিকদের খাবার-ওষুধ দিয়ে মানবিকতার নজির গড়ল ভারতীয় সেনা
গতকাল শনিবার অর্থমন্ত্রক জানিয়েছিল, করোনা অতিমারীর জেরে সারা দেশে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হওয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি প্রকল্পগুলির জন্য অর্থের জোগান ধরা হবে। সেক্ষেত্রে প্রয়োজনে কিছু কম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বরাদ্দ অর্থে কাটছাঁট করা হবে।
আরও পড়ুনঃ ১২ সেপ্টেম্বর থেকে চলবে আরও ৮০টি যাত্রীবাহী ট্রেন, শুরু হচ্ছে রিজার্ভেশনও
এছাড়া, খরচ কমাতে আপাতত এক্সপেন্ডিচর ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া কোনও মন্ত্রকে, দপ্তরে বা স্বায়ত্বশাসিত পরিষদগুলিতে কোনও নয়া সরকারি পদ তৈরি করা হবে না। কিন্তু বিষয়টি স্পষ্ট না হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন নিয়োগ বন্ধের পাশাপাশি ছাঁটাইও করা হতে পারে সরকারি কর্মীদের। তবে সব জল্পনার অবসান ঘটে অর্থমন্ত্রকের নতুন টুইটে। সরকারি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হচ্ছে না বলে সেই টুইটে সাফ জানিয়ে দিলেন অর্থমন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584