মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কৃষিজীবীদের সুবিধার্থেই নিত্য প্রয়োজনীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হল খাদ্যশস্য, ডাল ও ভোজ্যতেল। এবার থেকে অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া পণ্যের দাম বুঝে ফসল বিক্রি বা মজুত করবেন কৃষকরা।

বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই বৈঠকে অত্যাবশ্যকীয় পণ্য আইনে কিছু সংশোধন করা হয়েছে বলেও জানান জাভড়েকর। তিনি জানান, ভারতে ‘এক দেশ এক বাজার’ নীতি বাস্তবায়িত করার লক্ষে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। এর ফলে কৃষকরা আর কৃষি উৎপাদক বাজার কমিটির নিয়ন্ত্রণে থাকবেন না।
আরও পড়ুনঃ ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’: হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট
কৃষকরা তাঁদের উৎপাদন রফতানি বা মজুত করার বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ, যেখানে বেশি দাম পাবেন, সেখানেই উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। পাশাপাশি, এর জেরে কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলেও দাবি করেন মন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584