নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
টানা তুষারঝড়ে বিপর্যস্ত স্পেন। এই তুষারপাত ভেঙে দিয়েছে গত ৫০ বছরের রেকর্ড। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয় তুষারপাত, বরফের চাদরে ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা। তুষারঝড় ফিলোমেনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
থমকে গিয়েছে সব ধরণের পরিবহণ ব্যবস্থা। যার ফলে স্টেশন বিমানবন্দর গাড়ির ভিতরে আটকে রয়েছেন হাজার হাজার মানুষ। রাজধানী মাদ্রিদ-সহ বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কোথাও কোথাও তিন ফুটেরও বেশি বরফের স্তর জমে গিয়েছে।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মাদ্রিদে বরফের স্তূপের নিচ থেকে ৫৪ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। জারাগোজা শহরে অতিরিক্ত ঠান্ডায় এক গৃহহীনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফুয়েঞ্জিরোলা শহরে নদীর জলের তোড়ে ভেসে যান এক দম্পতি। গাড়ির মধ্যে তাদের মৃতদেহ উদ্ধার হয়।
পরিস্থিতির ভয়াবহতা দেখে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। চল্লিশ বছর আগে থেকে এই সতর্ককীকরণ ব্যবস্থা নেওয়া হলেও এতদিন তা প্রয়োগ করার দরকারই পড়েনি। এমন নজিরবিহীন পরিস্থিতিতে ঝড়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সেনার সাহায্য নেওয়া হয়েছে।
বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্পেনের পরিবহণ মন্ত্রী জোস লুইস বালোস। তিনি জানান, “তুষার এবার বরফে পরিণত হবে। ফলে এই মুহূর্তের যা অবস্থা, পরিস্থিতি তার থেকেও আরও খারাপ হতে পারে। আমাদের পূর্বাভাসকে ছাড়িয়ে যাচ্ছে ঝড়ের তীব্রতা।“
আরও পড়ুনঃ জাভা সমুদ্রে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান যাত্রীদের দেহাংশ উদ্ধার
এই প্রতিকূল পরিস্থিতিতে যাতে খাদ্য ও অন্যান্য জরুরি পরিষেবায় কোনো ছেদ না পড়ে সেদিকে নজর রাখায় জোর দিয়েছেন তিনি।তবে এর মধ্যেই তুষারপাতের আনন্দে মেতে উঠেছেন অনেকেই।
মাদ্রিদের এক স্কি ক্লাবের কোচ লুকা ভালস জানাচ্ছেন, প্রতি বছরই তিনি ও তাঁর সঙ্গীরা ফারাওয়ে পাহাড়ের উপরে যান স্কি করতে। কিন্তু এবার পরিস্থিতি অভাবনীয়। বলতে গেলে বরফ এখন একেবারে দোরগোড়ায়। উচ্ছবসিত লুকা ভালস জানান, বরফের মধ্যে এত ছবি তিনি আগে কখনও তোলেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584