গ্রেফতার দীপ, গেরুয়া শিবিরের ‘কৌশলী চাল’ ঘিরে উঠছে প্রশ্ন

0
89

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত পাঞ্জাবী অভিনেতা দীপ সিধু অবশেষে গ্রেপ্তার। দিল্লি পুলিশের এক বিশেষ সেল মঙ্গলবার সকালেই গ্রেপ্তার করে তাঁকে। গত ২৬ জানুয়ারি ঘটনার পর থেকেই ‘ফেরার’ ছিলেন দীপ সিধু, যাঁর সন্ধান পাওয়ার জন্য দিল্লি পুলিশ ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল।

Deep Sidhu | newsfront.co
দীপ সিধু। ফাইল চিত্র

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় জাতীয় পতাকার পরিবর্তে নিশান সাহিব উড়িয়ে বিতর্ক সৃষ্টি করেন এই পাঞ্জাবী অভিনেতা। স্বাভাবিকভাবেই মাসখানেক ধরে চলা কৃষক আন্দোলনকে মলিন করার অভিযোগে তাঁর উপর ক্ষুব্ধ হন আন্দোলনকারীরা এবং সমর্থকরা। যার ফলে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন দীপ। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয় এবং তার পর থেকেই একেবারে বেপাত্তা ছিলেন তিনি।

তবে মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ গ্রেফতার করল তাঁকে। দীপ সিধুর গ্রেপ্তারি প্রসঙ্গে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে, দীপকে গ্রেপ্তার করা গেরুয়া শিবিরের কোনওরকম ‘কৌশলী চাল’ নয় তো? কারণ, এযাবৎকাল অভিনেতা বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

আরও পড়ুনঃ কৃষকদের পাশে থাকার বার্তা নাসিরুদ্দিনের, কটাক্ষ সেলেবদের

শিখ ফর জাস্টিসের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসের গোড়াতেই দীপ সিধু এবং তাঁর ভাই মনদীপ সিংয়ের বিরুদ্ধে সমন জারি করে এনআইএ। এই ঘটনায় ৪৪টি এফআইআর-এর ভিত্তিতে ১২২ জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন দীপ সিধুও।

আরও পড়ুনঃ ১১৭৮ টি টুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ, চিঠি ভারত সরকারের

লালকেল্লা অভিযানের পরদিন থেকেই মোদী-শাহের সঙ্গে দীপের ছবি ভাইরাল হতেই বিজেপি ক্রমশ দূরত্ব বজায় রাখা শুরু করেছিল দীপের থেকে। সানি দেওলও টুইট করে জানিয়ে দিয়েছিলেন যে, দীপের সঙ্গে তাঁর আর কোনওরকম সম্পর্ক নেই। যদিও বিতর্ক শুরু হতেই একের পর এক ভিডিও শেয়ার করে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন দীপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here