শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এবার রাজ্যে রেড জোনের সংখ্যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। এদিকে রাজ্যের স্বাস্থ্যসচিবের একটি চিঠিতে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ৯৩১ জন আক্রান্তের কথা সামনে এসেছে। অন্যদিকে, কেন্দ্র এদিন এক বিশেষ নির্দেশনামায় দেশের ১৩০টি জেলা রেড জোনের আওতাভুক্ত ঘোষণা করার মধ্যে পশ্চিমবঙ্গে ১০টি জেলার নাম প্রকাশ্যে এনেছে। আর সেখানেই প্রবল আপত্তি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে রাজ্যে মাত্র ৪ টি জেলা রেড জোন বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা জেলাকেই রেড জোনের আওতাভুক্ত করা হয়েছে। যা নিয়ে প্রবল আপত্তি রয়েছে রাজ্য সরকারের। সেই আপত্তি জানিয়েই এবার কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার।
শুক্রবার এই নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার প্রতিবাদ পত্র পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদানকে। সেখান তিনি রাজ্যের বিস্তারিত রিপোর্ট উল্লেখ করে জানান, কেন্দ্রের যে গাইডলাইন রয়েছে, সেই অনুযায়ী রাজ্যে মোট ৪ টে জেলা রেড জোনে রয়েছে। ফলে ১০ টি জেলার যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। অবিলম্বে এই নির্দেশ বদল না করলে এ রাজ্যের মানুষ বিভ্রান্ত হতে পারেন বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584