মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
লকডাউনে নয়া ছাড় ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাবে লকডাউন চলবে ঠিকই তবে এর পাশাপাশি চলবে কাজও। ‘এখনই করোনা যাবে বলে মনে হয় না’, করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, আগামী তিন মাসের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা দরকার। বাংলায় তিন ভাগে রেড জোন করার নয়া পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রি সহ একাধিক ক্ষেত্রে মিলবে ছাড়। নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ”প্রধানমন্ত্রীও বলেছেন এটা অনেকদিন চলবে। তিনমাসের পরিকল্পনা করতে হবে। রেড জোনের মধ্যেও তিনটি ভাগ করা হবে। রেড জোন এ, রেড জোন বি ও রেড জোন সি”।
Red zones will be further broken into three categories – a,b,c. Police will figure it out. No change in containment zones: West Bengal Chief Minister Mamata Banerjee #COVID19 pic.twitter.com/EMVySEDhBT
— ANI (@ANI) May 12, 2020
রেড জোন এ, রেড জোন বি এবং রেড জোন সি কী? এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রেড জোন এ এলাকাগুলিতে কোনও ছাড় নয়। রেড জোন বি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এখানে যেসব ক্ষেত্রে ছাড় দিলে কোনও সমস্যা হবে না, সেগুলিতে ছাড় দেওয়া হবে। রেড জোন সি এলাকা হল কনটেইনমেন্ট জোনের বাইরে ব্যারিকেড দেওয়া অংশ, সেখানে কিছু কিছু খোলা হবে। পুলিশ এটা দেখবে। ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে”। তিনি এও বলেন যে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান খোলা থাকবে।
লকডাউনের মধ্যে যেগুলিতে ছাড় থাকবে সেগুলি হল-
১) রেস্তঁরা ছাড়া খাবারের দোকান খোলা থাকবে।
২) ফিল্ম-টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এডিটিং, মিক্সিং, ডাবিংয়ে ছাড় (সামাজিক দূরত্ব বজায় রেখে)।
৩) সোনার দোকান, বৈদ্যুতিন সামগ্রীর দোকান খোলা থাকবে।
৪) বিড়ি শিল্পে ৫০ শতাংশ শ্রমিককে নিয়ে কাজ।
৫) মোবাইল চার্জিংয়ের দোকান খুলবে।
৬) চা বাগানে ৫০ শতাংশ শ্রমিককে নিয়ে কাজ।
৭) ১১ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডকে অনুমোদন।
৮) তাঁতের হাট খোলা হবে।
৯) জেলার মধ্যে বাস-ট্যাক্সিকে ছাড় (গ্রিন জোন)।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584