কৃষিদপ্তরের নির্দেশ অমান্য করে ক্ষেতে খড় পোড়ালে উর্বরতা কমবে জমির

0
69

শ্যামল রায়,বর্ধমানঃ

বোরো ধান মেশিন দিয়ে কাটার ফলে বাড়তি খড়গুলি জমিতে পড়ে থাকছে। আর ঐ সমস্ত খড় আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে চাষীরা। ফলে পরিবেশ যেমন দূষিত হচ্ছে তেমনি জমির বন্ধু পোকা মরে যাচ্ছে এবং ব্যাকটেরিয়ারও ক্ষতি হচ্ছে ফলে আগামী দিনে জমির উর্বরতা যেমন কমে যাবে তেমনি ধীরে ধীরে অতীত হয়ে যাবে জমি এমনটাই জানিয়ে দিয়েছে মঙ্গলকোট কৃষি দপ্তরের আধিকারিকরা। তবুও শুনছেন না মঙ্গলকোটের চাষীরা।
প্রতিদিন বোরো ধানের খড়গুলোয় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। অথচ কৃষি দফতর সূত্রে খবর যে চাষিদের কাছে বারবার বার্তা দেওয়া হয়েছে ওই খড়গুলো জমির এক কোণে গর্ত করে জল দিয়ে কষিয়ে ফেলানোর কথা। খড়গুলো পচে গেলে জৈব সার তৈরি হবে আর ওই জৈব সার জমিতে দিলে জমির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি ফসলের উৎপাদন অনেকটাই বেড়ে যাবে একথা মানছেন না চাষিরা এমনটাই অভিযোগ কৃষি দপ্তরের।
এলাকার শ্রমজীবী মানুষের অভিযোগ যে আধুনিক প্রযুক্তিতে পাকা ধান মেশিন দিয়ে কাটানোর ফলে স্থানীয় শ্রমিকরা চরম সংকটের মুখে পড়েছেন। কারন মেশিন দিয়ে ধান কাটার ফলে এবং ধানগোলায় তোলার ফলে শ্রমিকদের কোনো কাজ নেই কাজ হারিয়ে এখন ভিনদেশে পাড়ি দিতে হচ্ছে স্থানীয় শ্রমজীবী মানুষদের।
এছাড়াও জমিতে খড় পুড়িয়ে দেয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়াতে কৃষি দপ্তরের নির্দেশ অমান্য করছেন স্থানীয় চাষীরা।নতুন হাটের চাষী সুকান্ত ঘোষ জানিয়েছেন যে এখনও পর্যন্ত চাষীদের মধ্যে সেরকম কোন সচেতনতা বৃদ্ধি না পাওয়ার কারণেই তারা জমিতে পড়ে থাকা খড়গুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছে তারপরে চাষবাস করছে তিনি জানালেন চাষীদের মধ্যে এখনো চাষের উর্বরতা এবং চাষের ক্ষতি বিষয়ে তাদের মধ্যে কোনো ধারণা নেই তাই এই ধরনের ঘটনা ঘটছে। এলাকায় কর্মশালা করে চাষীদের সচেতনতা করার উদ্যোগ নিলেই অনেকটাই এই ধরনের খারাপ দিক কমতে পারে বলে তিনি মনে করছেন।
মঙ্গলকোটের কৃষি আধিকারিক জানিয়েছেন যে আমরা চাষীদেরকে সচেতন করার জন্য এবং চাষের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় তার জন্য আমরা মাঝে মধ্যেই সচেতনতামূলক শিবির করে থাকি। পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি কুন্তলা চট্টোপাধ্যায় ও মুন্সি রেজাউল হক জানিয়েছেন যে চাষীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং কৃষি দপ্তরকেও জানিয়েছি। আশা করব স্থানীয় চাষীরা কিছু দপ্তরের নির্দেশ মেনে কাজ করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here