নিত্যানন্দের হিন্দুরাষ্ট্র ‘কৈলাস ভূমি’ নির্মাণের অনুমতি প্রত্যাখ্যান ইকুয়েডরের

0
45

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

ধর্ষণ ও অপহরণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দকে হিন্দুরাষ্ট্র ‘কৈলাস ভূমি’ নির্মাণের জন্য কোন জমি বা আশ্রয় ইকুয়েডর সরকার দেয়নি বা দক্ষিণ আমেরিকার কোথাও জমি কিনতে কোন সাহায্য করেনি বলে দেশটির দূতাবাস সূত্রে জানা গেছে।

এক বিবৃতিতে ইকুয়েডর দূতাবাস জানিয়েছে যে দেশটি নিত্যানন্দের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং তিনি এখন হাইতির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

চিত্র সৌজন্যঃ এনডিটিভি

বিবৃতি সূত্রে আরো জানা গেছে যে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ সম্পর্কে ভারতীয় ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ায় সাম্প্রতিক যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তার তথ্য উৎস মূলত kailasa.org নামক ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি নিত্যানন্দ এবং তার শিষ্যদের দ্বারা পরিচালিত।

এই স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ ইকুয়েডরে জমি কিনে তার ‘হিন্দু হোমল্যান্ড’ তৈরীর পরিকল্পনা ঘোষণার পরের দিনই ইকুয়েডর সরকারের তরফ থেকে এই বিবৃতি বেশ তাৎপর্যপূর্ণ।

নিত্যানন্দ সাম্প্রতিক তার বিরুদ্ধে কর্নাটকে দায়ের করা একটি ধর্ষণ মামলা থেকে নিজেকে বাঁচাতে পাসপোর্ট ছাড়াই ভারত ছেড়ে পালিয়ে যান।

ছবিঃ টুইটার

এই স্বঘোষিত ধর্মগুরু আসল নাম রাজ শেখরন ও তিনি তামিলনাড়ুর বাসিন্দা। ২০০০ সাল নাগাদ তিনি বেঙ্গালুরুর কাছে একটা আশ্রম খোলেন। তিনি মূলত আরেক স্বঘোষিত ধর্মগুরু ওশো রজনীশ দ্বারা অনুপ্রাণিত। ২০১০ সালে তিনি প্রথম সংবাদের শিরোনামে আসেন।

এক অভিনেত্রীর সঙ্গে তার এক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও করা হয়। শুধুমাত্র একটি ধর্ষণ মামলা না, তার বিরুদ্ধে পৃথক পৃথক বেশ কয়েকটি ধর্ষণ, জালিয়াতি, শিশুদের অপহরণ এবং বন্দী করে রাখার মতন গুরুতর অভিযোগ আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here