শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
যে কোনও নতুন প্রক্রিয়া শুরু হলেই তার পদ্ধতিগত ত্রুটি ব্যবহার করে সাধারণ মানুষকে ব্যাংক জালিয়াতির শিকার করা শুরু করে প্রতারকরা। এর আগে আধার কার্ড রেজিস্ট্রেশন অথবা প্যান আধার লিঙ্ক নিয়ে এ ধরণের প্রতারণা দেখা গিয়েছে।

সূত্রের খবর এবার অচেনা ইমেইল বা ফোনের মাধ্যমে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার নামে শুরু হয়েছে প্রতারণা।টিকা জালিয়াতির ইমেলগুলি ইতিমধ্যেই অনেকের কাছে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার-সুরক্ষা বিভাগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের তরফে সম্প্রতি প্রতারকদের নতুন কায়দা সম্বন্ধে দেশের সাধারণ নাগরিকদের জানানো হয়েছে।
আরও পড়ুনঃ দ্বিতীয় দফার করোনা ভ্যাকসিন নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম
জানা গিয়েছে, অনেকেই করোনার টিকাদান প্রক্রিয়া সম্পর্কে ইমেল পাচ্ছে, যেখানে তারা টিকা দেওয়ার সময় অগ্রাধিকার পেতে নিজেদের রেজিস্টার করতে পারে,যা আসলে ভুয়ো। এই জালিয়াতি ইমেলগুলিতে পাঠকদের একটি মোটা অঙ্কের অর্থ প্রদান করতেও বলা হচ্ছে। সাধারণ মানুষকে ভীতি দেখিয়ে এ কাজ হচ্ছে এমন সতর্কবার্তাই দেওয়া হয়েছে। এ জাতীয় ইমেল, ফোন কল,মেসেজে সাড়া না দিতেই বলা হচ্ছে।
লালবাজারে এই সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ সাইবার বিভাগে দায়ের হয়েছে।এদিকে, ভারতে আর কয়েকদিনের মধ্যেই ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডি ভ্যাকসিন। এমনটাই আশার বাণী শুনিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা। তাঁর কথায়, জানুয়ারির মধ্যেই কোভিশিল্ড ভারতে ব্যবহারের জন্য লাইসেন্স পেয়ে যাবে।
আরও পড়ুনঃ বাংলায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত ১
অক্সফোর্ডের ভ্যাকসিনের টেস্ট, প্রস্তুতকরণ এবং বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে পুণের সংস্থা সেরাম। এরমধ্যে কোনভাবেই সরকারি নির্দেশাবলী ছাড়া কোন অচেনা নম্বর থেকে ইমেইল ফোন বা মেসেজে সাড়া না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584