স্কুল শিক্ষকতা করতে নূন্যতম চার বছরের অবিচ্ছেদ্য বিএড করা আবশ্যিক, জাতীয় শিক্ষানীতি

0
131

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার থেকে শিক্ষকতা করতে নূন্যতম চার বছরের অবিচ্ছেদ্য বিএড করা আবশ্যিক। সূত্রের খবর, ২০৩০-এর মধ্যে এই যোগ্যতা আবশ্যিক করবে শিক্ষা মন্ত্রক। ন্যূনতম এই যোগ্যতার বাইরে কেউ শিক্ষকতা করলে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Teaching | newsfront.co
প্রতীকী চিত্র

জাতীয় শিক্ষা নীতিতে এই সুপারিশ উল্লেখ করা হয়েছে। এই শিক্ষা নীতি স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষায় একাধিক সংস্কারের সুপারিশ করেছে। এই সুপারিশকে মান্যতা দিতে শিক্ষক প্রশিক্ষণে বিশেষ রোডম্যাপ তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, শিক্ষকদের আরও পেশাদার করতে আগামি দু’বছরের মধ্যে জাতীয় পর্ষদ গড়া হবে। এই পর্ষদ শিক্ষকদের অভিন্ন পেশা বিধি তৈরি করবে।

আরও পড়ুনঃ নকল বিল জমা দিয়ে নৌবাহিনীতে ৬.৭৬ কোটি টাকা তছরূপঃ সিবিআই

অন্যদিকে, বুধবার দুপুরে নয়া শিক্ষা নীতি বা এনইপি গ্রহণ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে রাখা হল শিক্ষা মন্ত্রক। নতুন শিক্ষানীতিতে বন্ধ করা হচ্ছে এম ফিল। স্নাতক, স্নাতকত্তরের পর থাকবে পিএইচডি।

আরও পড়ুনঃ নতুন শিক্ষানীতিতে সীলমোহর, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পাল্টে করা হল শিক্ষা মন্ত্রক

নতুন শিক্ষানীতিতে প্রাথমিকভাবে আটটি ভাষাই পাঠক্রম চালু হবে। এবং ভার্চুয়াল ল্যাবরেটরি গড়ার দিকেও এগোনো হবে। ১০০ টি শীর্ষ ভিন দেশী কলেজ বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস খোলার জন্য অনুমতি দেওয়া হল। এই নয়া জাতীয় শিক্ষানীতিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here