গঙ্গাসাগর মেলার আগে অস্থায়ী ভেসেল কর্মীদের বন্‌ধে নাজেহাল যাত্রীরা

0
51

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

সমকাজে সমবেতনের পাশাপাশি একধিক দাবিতে গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন থেকে ভেসেল বন্‌ধের ডাক দিল পরিবহন দপ্তরের অস্থায়ী ভেসেল কর্মীরা।

tmc members | newsfront.co
বিক্ষোভে সামিল ৷ নিজস্ব চিত্র

কাকদ্বীপ আট নম্বর লট ঘাট থেকে কচুবেড়িয়াতে ভেসেল ফেরিঘাট পরিষেবা অর্নিদিষ্ট কালের জন্য বন্ধ করায় দুর্ভোগে পড়েছে নিত্য যাত্রী থেকে তীর্থ যাত্রীরা।

police officers | newsfront.co
নিয়ন্ত্রণের চেষ্টা ৷ নিজস্ব চিত্র

আইএনটিটিইউসি ডাকে শ্রমিকরা এই বন্‌ধের ডাক দিয়েছেন । বাম আমল থেকে সামান্য বেতনে পরিষেবা দেয় বলে দাবি অস্থায়ী কর্মীদের। পরিবর্তনের পরেও বদলায়নি সেই চিত্র।

passengers | newsfront.co
দুর্ভোগে নিত্যযাত্রী ৷ নিজস্ব চিত্র
women | newsfront.co
নিত্যযাত্রী ৷ নিজস্ব চিত্র

৩ হাজার থেকে ৯ হাজার টাকার মধ্যে বেতন পান এই কর্মীরা। বিগত দুই বছর ধরে নেই কোন বোনাস অথচ একই কাজে স্থায়ী কর্মীরা বেশি বেতন পায়, তাদের ছুটি বোনাস-সহ অনান্য সুবিধাও বেশি।

আরও পড়ুনঃ প্রথম মুর্শিদাবাদের মাটিতে হতে চলেছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির মিটিং

এর ফলে শ্রমিকদের মধ্যে বাড়ছে বিভেদও বলে দাবি করেন বন্‌ধ সমর্থনকারীরা ।অন্যদিকে গঙ্গাসাগর মেলার সময় ভেসেল বন্ধ থাকায় খুবই সমস্যায় পড়েছেন আমজনতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here