মোহনা বিশ্বাস, কলকাতাঃ
করোনা টিকা উৎপাদনের জগতে পা রাখতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স লাইফ সায়েন্স প্রথম দফার ট্রায়ালের জন্য অনুমোদনের আবেদন জানায়, সাবজেক্ট এক্সপার্ট কমিটির বৈঠকে সেই ট্রায়ালের অনুমোদন মিলেছে শুক্রবার। কমিটি প্রথম দফার ট্রায়ালের জন্য রিলায়েন্সের রিকম্বিন্যান্ট করোনা টিকার নাম সুপারিশ করেছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার অনুমোদন পেলেই ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে পারবে সংস্থা।
দুটি ডোজ়ের রিকম্বিন্যান্ট করোনা টিকার ট্রায়ালের জন্য রিলায়েন্স বেছে নিয়েছে মোট ১০টি রাজ্যকে। এরমধ্যে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ এই রাজ্য়গুলিকে বাছা হয়েছে যেখানে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা অত্যন্ত বেশি ছিল।
আরও পড়ুনঃ কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমবে? কার্যকারিতা নিয়ে নজরদারি কেন্দ্রের
রিলায়েন্স লাইফ সায়েন্সের তৈরি এই ভ্যাকসিনটি রিকম্বিন্যান্ট প্রোটিনের উপর ভিত্তি করে তৈরি করা হবে। হায়দরাবাদের টিকা প্রস্তুতকারক সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি কর্বেভ্যাক্স ভ্যাকসিনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে রিলায়েন্সের এই ভ্যাকসিনের জানা গিয়েছে এমনটাই। রিলায়েন্সের তৈরি টিকা বাজারে এলে এটি হবে চতুর্থ ভারতীয় ভ্যাকসিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584