ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
করোনা প্রাদুর্ভাবে লোকসানের মুখে পড়ে কর্মীদের বেতন কাটছাঁটের কথা ঘোষণা করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
With #coronavirus #lockdown hitting businesses hard, #India’s largest company #RelianceIndustries has decided to cut the salary of most of its employees by 10 to 50%. #LockdownWoes #paycut https://t.co/cTMz3xlMc4
— National Herald (@NH_India) April 30, 2020
বোর্ড মিটিংয়ে ৩১ মার্চের শেষ হওয়া আর্থিক ফলাফল খতিয়ে দেখার পর সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয় এক্সিকিউটিভ ডিরেক্টর, পরিচালক মন্ডলীর সদস্য ও বরিষ্ঠ কর্মচারীদের বেতনের শতকরা ৩০ থেকে ৫০ শতাংশ কাটছাঁট করা হচ্ছে। যাদের বেতন ১৫ লক্ষ টাকার বেশি তারা ফিক্সডপে’র শতকরা ১০শতাংশ কম পাবেন। এছাড়া পারফরমেন্সের উপর ভিত্তি করে যে বোনাস দেওয়া হয় সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584