বিজনেস ডেস্কঃ
অ্যামাজন ফ্লিপকার্টকে টেক্কা দিতে বাজারে শীঘ্রই আসছে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্ৰুপের অনলাইন শপিং সাইট।

রিলায়েন্স জিওর ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এক ঘোষণায় জানিয়েছেন যে রিলায়েন্স ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে দেশি শপিং সাইট চালু করবে । জিওর এই নতুন অন লাইন শপিং সাইটে এক প্ল্যাটফর্মেই থাকবে সমস্ত জিনিসের বাজার । তবে আম্বানির ঘোষণা থেকে এটা স্পষ্ট যে জিও তার নিজস্ব শপিং সাইট খুললে অ্যামাজন ও ফ্লিপকার্টের মত অনলাইন বাজার গুলোকে প্রতিযোগিতায় বেশ চাপে রাখবে ।
আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে জিও ই-কমার্সের ” অনলাইন টু অনলাইন ” ব্যবস্থাপনায় কার্যকর হবে অনলাইনের মাধ্যমে শপিং এর সুবিধা । জানা গেছে গুজরাটে জিও এর এই নতুন প্রজেক্টের কাজও শুরু হবে শীঘ্র ।
সূত্রের খবর , এই “অনলাইন টু অনলাইন” পদ্ধতিটি রিলায়েন্স রিটেল ও রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে কাজ করবে । যেখানে থাকবে ক্ষুদ্র কুটির শিল্প তথা ছোট ব্যবসায়ীদের তৈরি বিভিন্ন দ্রব্য – সামগ্রী এবং বৃহৎ ব্র্যান্ডের বিভিন্ন সামগ্রী ।
তবে জিও ‘র অনলাইন শপিং সাইট নিয়ে এই ঘোষণাকে কেন্দ্র করে আপাতত চাপের মুখে বর্তমান প্রথম সারির অনলাইন শপিং সংস্থা গুলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584