ভারতে করোনা টিকা ব্যবসায় আম্বানির সংস্থা

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ব্রিটেনে এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় কোভিশিল্ড টিকার গবেষণা বন্ধ করে দেয় যৌথ নিমার্ণকারী অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা। সে সময় ভারতে ওই টিকা পরীক্ষার দায়িত্বে থাকা সিরামকে গবেষণা সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিজিসিআই)।

Mukhesh Ambani | newsfront.co
মুকেশ আম্বানি

অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা ফের গবেষণা শুরুর ছাড়পত্র পাওয়ার পরেই সিরাম জানিয়েছিল, তাদের আশা, ভারতে ওই গবেষণা দ্রুত শুরু করা সম্ভব হবে। সে জন্য প্রয়োজনীয় নথিও জমা দেয় সংস্থা। যা খতিয়ে দেখার কাজ চলছে।

ক্যাডিলা ও ভারত বায়োটেক সংস্থার গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রথম ধাপে টিকা কতটা নিরাপদ, সেটা দেখা হয়। সেই প্রশ্নে দু’টি সংস্থাই আশাতীত সাফল্য পেয়েছে। দু’ টি সংস্থাই এখন দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবক সংগ্রহ করার কাজ শুরু করেছে।“

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত পরিচারিকা, কোয়ারেন্টাইনে প্রিয়াঙ্কা গান্ধী

স্পুটনিক-ভি টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চালু রয়েছে বলে আজ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। সংস্থার ডিজি বলরাম ভার্গব আজ জানান, এ দেশে ক্যাডিলা ও ভারত বায়োটেক ইতিমধ্যেই প্রথম ধাপের পরীক্ষা শেষ করে দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করতে চলেছে। ছাড়পত্র পেলেই সিরাম তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে ভারতে।

এই প্রসঙ্গেই আজ, বুধবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে যে সাতটি সংস্থা করোনা প্রতিষেধক বানানো, তার পরীক্ষামূলক প্রয়োগ করে দেখার অনুমতি পেয়েছে, তার মধ্যে মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স লাইফ সায়েন্সও রয়েছে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি:দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গেল

দেশে ত্রিশটি প্রতিষেধকের বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে। তার মধ্যে দেশে সাতটি সংস্থাকে করোনা প্রতিষেধক বানানো, তার পরীক্ষামূলক প্রয়োগ করে দেখার অনুমতি দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তালিকায় রয়েছে সিরাম, ক্যাডিলা, ভারত বায়োটেকের পাশাপাশি রয়েছে রিলায়্যান্স লাইফ সায়েন্স।

আগামী দিনে প্রতিষেধক সংক্রান্ত ব্যবসায় নামার প্রশ্নে ইতিমধ্যেই করোনার টিকা সংক্রান্ত গবেষণা শুরু করে দিয়েছে অম্বানী গোষ্ঠীর এই সংস্থা। আজ রাজ্যসভায় এমনটাই জানান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। অনেকেই মনে করছেন, বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা পুণের সিরাম ইন্সটিটিউটকে আগামী দিনে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে চলেছে রিলায়্যান্স।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here