টিকটকের স্বত্ব কিনতে চলেছে রিলায়েন্স(?)

0
57

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ব্যান হওয়া টিকটকের ভারতে ব্যবহারের স্বত্ব কিনতে চলেছে রিলায়েন্স,মূল্য ৫ বিলিয়ন মার্কিন ডলার। কারণ ভারত হচ্ছে বিশাল সম্ভাবনাময় ‘বাজার’। চায়নার পর ভারতই হচ্ছে সেই বাজার যেখানে টিকটকের ছোট ভিডিও আজ পর্যন্ত খুব কম করে ৬১১ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

Tiktok | newsfront.co
প্রতীকী চিত্র

চাইনিজ এই অ্যাপটি কেন্দ্রীয় সরকার ব্যান করার পর, ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টিকটকের মালিকানা যে চীনা কোম্পানির তাদের সাথে আলাপ আলোচনা শুরু করে এই অ্যাপটির ভারতে ব্যবহারের স্বত্ব কেনার ব্যাপারে। যদিও রিলায়েন্স এবং বাইটডান্স দুটি কোম্পানিই এই তথ্য অস্বীকার করেছে সংবাদ মাধ্যমের কাছে।

আরও পড়ুনঃ আরও ৩ মাস বাড়ল ডাঃ কাফিল খানের আটকের মেয়াদ

সঞ্চিত ভির গগিয়া, গ্রেহাউন্ড রিসার্চের সিইও, তাঁর মত হলো; রিলায়েন্সের হাত ধরে ব্যবসা বাড়ানোই বাইট ডান্সের পক্ষে সবথেকে ভালো সুযোগ। ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতে ব্যবসা চালিয়ে যেতে হলে ভারতীয় কোনো কোম্পানীর সাহায্য তাদের নিতেই হবে এবং এই ক্ষেত্রে মুকেশ আম্বানির রিলায়েন্সই সর্ব শ্রেষ্ঠ উপায়।

মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের স্বত্ব কিনতে আগ্রহী মাইক্রোসফট। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটকে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন টিকটকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। অর্থাৎ বিশ্বের ‘বাজারে’ টিকটকের পুনরায় প্রবেশ কার হাত ধরে কিভাবে হতে চলেছে তা স্পষ্ট হয়ে যাবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here