ঘরছাড়া মানুষদের আশ্রয় দিতে স্কুলেই ত্রাণ শিবির

0
23

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

কুলিক নদীর জল বেড়ে যাওয়ায় ও একটানা বৃষ্টির জেরে রায়গঞ্জে ঘর ছাড়া প্রায় ১০০০ পরিবার। এই সব ঘরছাড়া পরিবারগুলিকে ঠাঁই ২টি স্কুলকে ত্রাণ শিবির করল রায়গঞ্জ পুরসভা। ইতিমধ্যে শক্তিনগর, কুমারডাঙি ও রমেন্দ্রপল্লী এলাকার কিছু অংশ জলমগ্ন হয়ে পড়েছে। ঘরছাড়া বহু মানুষ। এই সব মানুষরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সেখানে থাকা খাওয়ার জন্য পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা করেছে পুরসভা।

Flood | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে রেল লাইনের উপরে অস্থায়ী তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছেন আরও কিছু পরিবার। গত কয়েকদিন ধরেই কুলিক নদীর জল ক্রমশ বেড়েই চলেছে। ঘর ছেড়ে ইতিমধ্যেই বহু মানুষ কুলিকের বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। সেখানেই গবাদি পশুদের সাথে নিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন তাঁরা। এদিকে বুধবার থেকে রায়গঞ্জ পুরসভার আট নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায় জল ঢুকতে শুরু করেছে। শুক্রবার সকালের একটানা বৃষ্টিতে জলের পরিমাণ আরও বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জ্জি

৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, ‘এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই জল ঢুকে গিয়েছে।’ আসবাব ও জরুরি সামগ্রী নিয়ে একে একে এলাকা ছেড়ে ত্রাণ শিবিরের দিকে রওনা হচ্ছেন এলাকার বাসিন্দারা। এদিকে জলস্তর বাড়তে থাকার কারণে তৎপরতার সাথে শহরের মোহনবাটি হাইস্কুল ও উকিলপাড়ার রামকৃষ্ণ স্কুলে ত্রাণ শিবির খুলেছে পুরসভা।

আরও পড়ুনঃ সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত রায়গঞ্জে

ঘরছাড়া দুর্গতদের থাকার ব্যবস্থা করা হচ্ছে শহরের এই দুই স্কুলে। সেখানে পানীয় জল সহ অন্যান্য পরিষেবা দেওয়ার জন্য বন্দোবস্ত শুরু করেছে পুরসভা। ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সকল বাসিন্দাকেই অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে। রমেন্দ্রপল্লী ও কুমারডাঙি এলাকার কিছু বাসিন্দাকেও সরানো হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here