মনিরুল হক, কোচবিহারঃ
করোনা মোকাবিলায় লকডাউনের ঘোষণা করেছে সরকার। আর সেই কারনে মানুষ হয়েছে কর্মহীন। তাই সংসার চালানো দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। তাই রাজ্য সরকার তাদের কথা ভেবে রেশনে খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেন।
পাশাপাশি রাজ্য সরকার জানান, রাজ্যে কোন মানুষ যেন অভুক্ত না থাকে। সেই বার্তা পেয়ে রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক নেতা কর্মী ও সমাজসেবীরা ময়দানে নেমে পড়েন। সেই সঙ্গে পিছিয়ে নেই করোনা যোদ্ধা চিকিৎসকরাও।
আরও পড়ুনঃ পুলিশি উদ্যোগে ঘরে ফিরছে পরিযায়ী শ্রমিক
শুক্রবার দিনহাটার মিনিবাস্ট্যান্ডের পার্শ্ববর্তী মাঠে এলাকার প্রায় ৫০জন বাদ্যকার তথা গরীব দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ডাঃ অজয় মন্ডল। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্থ চক্রবর্তী, মনোজ দে, অর্ঘ কমল সরকার, আজিজুল হক, দেবাশিষ রায়, রাজু রায়, বিপুল শীল সহ আরও অনেকে।
এবিষয়ে ডাঃ অজয় মন্ডল বলেন, দিনহাটা মহাকুমার সকল বাদ্যকার যারা লকডাউনের কারণে কাজ হারিয়ে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সেই সকল বাদ্যকারের হাতে চাল, ডাল, আলু, আটা, তেল, মুড়ি, সয়াবিন, ডিম তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের পরিবারের মহিলাদের জন্য স্যানিটারী ন্যাপকিন ও তাদের বাচ্চাদের জন্য জুনিয়র হরলিক্স তুলে দেওয়া হয়। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584