ক্যুইজ কেন্দ্র ও সহযোগী বন্ধুদের উদ্যোগে ত্রাণ বিতরণ

0
79

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ঘুর্ণিঝড় ইয়াস ও সেদিনের ভরা কোটালের পর থেকে সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় কখনো এককভাবে কখনো যৌথ উদ্যোগে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে চলেছে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

relief distributed | newsfront.co
ত্রাণ বিতরণ। নিজস্ব চিত্র

ইতিমধ্যেই ঝড় ও জলোচ্ছ্বাস কবলিত পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সব ব্লকেই সংস্থার সদস্যরা সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র ও সহযোগী বন্ধুদের উদ্যোগে আবারও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল কাঁথি সংলগ্ন শৌলা মৎস্য বন্দর এলাকায়।

needy people | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় নয়াপুর সুধীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই , ত্রাণ সামগ্রী বন্টনে অসহায় মানুষদের চিহ্নিত করে এই কাজে ক্যুইজ কেন্দ্র ও সহযোগীদের বিশেষভাবে সহযোগিতা করেন। এদিন রামনগর ২ নম্বর ব্লক ও কাঁথি ১ নম্বর ব্লকের, রঘুসর্দারবাড় জলপাই , দক্ষিণ পুরুষোত্তমপুর এলাকার প্রায় পাঁচশোটি পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

quiz center welfare society | newsfront.co
নিজস্ব চিত্র

ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় শৌলা মৎস্য বন্দর সংলগ্ন গঙ্গা মন্দির প্রাঙ্গণে। ক্যুইজ কেন্দ্রের এদিনের কর্মসূচিতে সম্পূর্ণ সহযোগিতা করেন কলকাতা সংলগ্ন মধ্যমগ্রামের ৯ জন বন্ধুদের একটি দল। এই দলে ছিলেন বাপি, রাজু, বিশ্বজিৎ, প্রদীপ, রাজা, বুবাই, বুড়ো, কার্তিক, সমীর প্রমুখ।

আরও পড়ুনঃ যৌথ উদ্যোগে শালবনিতে ডালমিয়া সিমেন্ট কারখানায় কর্মরত কর্মীদের ভ্যাকসিন প্রদান

এছাড়াও সঙ্গে ছিলেন অজয, হরি, ছোটকা, উত্তম,সুরজিৎরা। এই বন্ধুরা কোনো সংস্থা হিসেবে নন, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। অন্যদিকে সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়ার নেতৃত্বে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষ্ণপ্রসাদ ঘড়া, সৌমেন গায়েন, অপূর্ব কুমার জানা, হারাধন মনি, দিব্যেন্দু রায়, বিশ্বজিৎ পাত্র সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ যৌথ উদ্যোগে চন্ডীপুর পটুয়া সমিতির কার্যালয়ে রক্তদান শিবির

কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ার জন্য ক্যুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা, সভাপতি রিংকু চক্রবর্তী ও প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here