আমপানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

0
53

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের ত্রিদিবনগর,পার্বতীপুর এলাকায় ঘূর্ণিঝড় আমপানের দাপটে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবারের হাতে ত্রাণ তুলে দেয় সারা ভারত বীমা কর্মচারী সমিতির অর্ন্তগত পূর্ব অঞ্চল সাধারণ বীমা কর্মচারী সমিতি,ন্যাশন্যাল ইন্সুরেন্স হেড অফিস এমপ্লয়েস রিক্রিয়েশন ক্লাব,শান্তি ব্যায়াম সমিতির সদস্যরা।

relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন তারা শিশুদের জন্য বেবী ফুড, বিস্কুট, মুড়ি, চিড়ে, চিনি, সরষের তেল, লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয় ক্ষতিগ্রস্তদের। পাশাপাশি তারা তুলে দেন ত্রিপলও। ত্রাণ পেয়ে খুশি আমপানে ক্ষতিগ্রস্তরা। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তরা কোন সরকারি ত্রাণ এই অঞ্চলে পায়নি বলে জানাযায়। ফলে চরম দুর্ভোগে রয়েছে এলাকার মানুষজন। সুন্দরবনের জঙ্গল লাগোয়া ঝড়খালি অঞ্চলের হেড়োভাঙ্গা নদীর পাশে এই গ্রামগুলিতে ঘূর্ণিঝড় আমপানের দাপটে ক্ষতি হয়েছে বহু ঘরবাড়ি,গাছপালার।

আরও পড়ুনঃ আমপানের পর গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফেরানোর চেষ্টা বারুইপুরে

ঝড়ের দাপটে ভেঙে পড়ে বিদ্যুতের পোল,ছিঁড়ে যায় ইলেকট্রিক তার। এমনকি নদীর নোনাজল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় বিঘের পর বিঘে চাষের জমি।ক্ষতি হয় মিষ্টি জলের পুকুরে মাছ চাষ এবং কাঁকড়া চাষের পুকুর গুলি। কপালে হাত কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী ও খেটে খাওয়া মানুষগুলির। একদিকে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

সারা দেশ জুড়ে চলছে লকডাউন।মানুষজনের কাজ নেই,ঘরবন্দি এই লকডাউনে।তারপর এই ঘূর্ণিঝড় আমপানের তান্ডবে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলগুলি। আর এই পরিস্থিতিতে এগিয়ে আসেন সারা ভারত বীমা কর্মচারী সমিতির অর্ন্তগত পূর্ব অঞ্চল সাধারণ বীমা কর্মচারী সমিতি,ন্যাশন্যাল ইন্সুরেন্স হেড অফিস এমপ্লয়েস রিক্রিয়েশন ক্লাব,শান্তি ব্যায়াম সমিতির সদস্যরা।

আরও পড়ুনঃ ইংরেজবাজারের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য থার্মাল গান দিল পুরসভা

সারা ভারত বীমা কর্মচারী সমিতির অর্ন্তগত পূর্ব অঞ্চল সাধারণ বীমা কর্মচারী সমিতি তথা ন্যাশন্যাল ইন্সুরেন্স হেড অফিস এমপ্লয়েস রিক্রিয়েশন ক্লাব সম্পাদক শ্যামল দাস বলেন “ঘূর্ণিঝড় আমপানের তান্ডবে বহু মানুষজনের ক্ষতি হয়েছে। অন্যদিকে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন ধরনের উদ্যোগ। ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আমরা ত্রাণ তুলে দেবো। এদিন প্রথম পর্যায়ে কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হল।”

ক্যানিং শান্তি ব্যায়াম সমিতির সম্পাদক বিকাশ মজুমদার বলেন “শান্তি ব্যায়াম সমিতি এবং সারা ভারত বীমা কর্মচারী সমিতির অর্ন্তগত পূর্ব অঞ্চল সাধারণ বীমা কর্মচারী সমিতি,ন্যাশন্যাল ইন্সুরেন্স হেড অফিস এমপ্লয়েস রিক্রিয়েশন ক্লাবের যৌথ উদ্যোগে ঘূর্ণিঝড় আমপানের দাপটে কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।” প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here