কর্মহীনদের পাশে মন্ত্রী রবি

0
56

মনিরুল হক, কোচবিহারঃ

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত মানবতা। অধিকাংশ মানুষই অসহায় দারিদ্র পীড়িত। করোনার কারণে অসহায়ত্ব বেড়ে গেছে অনেকগুণ। কর্ম বন্ধ হওয়ায় সাধারণ মানুষের অভাবও বেড়ে গেছে। অভাবের তাড়নায় চিন্তিত অস্থির মানুষ স্বাভাবিক কাজ তথা জীবন-যাপনে গতি হারিয়ে ফেলেছে।

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

মানবতার উপকারে আসে এমন চিন্তাভাবনাও লোপ পেয়েছে। সেই বৈশ্বিক মহামারি করোনায় দুঃস্থ মানবতার সেবায় মানুষের রয়েছে অনেক করণীয়। তাই নিজের বিধানসভা এলাকার বহু মানুষ সংসার চালাতে সমস্যায় পড়েছে। সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও সেইসব গরিব, অসহায় মানুষজনের পাশে দাঁড়াচ্ছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

আরও পড়ুনঃ রোজার মধ্যেও ১৫ কিলোমিটার এসে রক্তদান করলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

বুধবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুর ১ নং ও ২ নং অঞ্চলের টোটো চালক, ভ্যান চালক, ক্ষৌরকার কর্মীদের ও সাধারণ দুঃস্থ মানুষের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন এবং সচেতনতা পরামর্শ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

এদিন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে লকডাউন চলায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। তার মধ্যে যারা দিন আনে দিন খায় যেমন অটো, টোটো, ভ্যান ও রিক্সাচালক, ক্ষৌরকর্মীরা। তাদের পরিবার যাতে সুস্থ স্বাভাবিক থাকে সেই জন্য বলরামপুর ১ নং ও ২ নং অঞ্চলের অটো, টোটো, ভ্যান ও রিক্সাচালক, ক্ষৌরকর্মীরা রয়েছে তাদের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হয়। প্রতিদিনই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধ্যমতো এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সকলকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে লকডাউনের নিয়ম মেনে চলুন, বাড়িতে থাকুন সুস্থ থাকুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here