প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
হেমতাবাদ ব্লকের কনটেনমেন্ট জোনে শেরপুর গ্রামের মানুষদের খাদ্যসামগ্রী তুলে দিলেন যব তৃণমুল সভাপতি গৌতম পাল। এই গ্রামের এক পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা পজিটিভ ধরা পরায় ঐ গ্রামটিকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ফলে গ্রাম থেকে বাইরে এসে কেউ বাজার দোকান করতে পারছেন না। এদিন বর্ষিয়ান তৃণমূল নেতা পূর্ণেন্দু দে জানান, ‘প্রশাসনের কাছ থেকে পাওয়া গিয়েছে, আক্রান্ত ওই রোগী রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।’
আরও পড়ুনঃ হায়দ্রাবাদ থেকে শ্রমিক নিয়ে ট্রেন পৌঁছালো মালদহে
অন্যদিকে গৌতমবাবু জানিয়েছেন, ‘ঈদের আগে এই শেরপুর গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। তাই যুব সংগঠনের পক্ষ থেকে তাদের সাহায্য করা হল।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584