নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লক্ষ্মী বিলাস প্যালেস হোটেল লগ্নী মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আইটিডিসি’র আওতায় থাকা লক্ষ্মী বিলাস প্যালেস হোটেল হস্তান্তরের সময় ২৪৪ কোটি টাকা লগ্নিকৃত মূল্য সংক্রান্ত বিষয়ে কিছু গরমিল দেখা যায়।
রাজস্থান হাইকোর্টের যোধপুর বেঞ্চ এই দিন সমস্ত বিষয় পর্যবেক্ষণের পরে, গ্রেপ্তারি পরোয়ানাকে জামিনযোগ্য পরোয়ানায় পরিণত করার আদেশ দেন।
যেসময় হোটেল হস্তান্তরিত হয় সেই সময় অরুণ শৌরি বাণিজ্য ও লগ্নী বিষয়ক দপ্তরের মন্ত্রী ছিলেন। রায় দেওয়ার সময় বিচারক উল্লেখ করেন সাংবাদিক হিসেবে অরুণ শৌরির অবদানের কথা, যিনি চিরকাল দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।
আরও পড়ুনঃ পায়ে হেঁটে বাড়ি ফিরেছে ১ কোটির বেশি পরিযায়ী- কেন্দ্রীয় শ্রমমন্ত্রক
প্রাক্তন বিজেপি নেতা অরুণ শৌরির পাশাপাশি বাকি যাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেগুলিকেও একই সঙ্গে জামিন যোগ্য পরোয়ানায় পরিবর্তন করেন আদালত।
আরও পড়ুনঃ করোনার কারণে আজই শেষ হচ্ছে বাদল অধিবেশন
একই সঙ্গে সিবিআইয়ের তদন্তে খুশি নয় আদালত একথা জানিয়ে পুনর্তদন্তের আদেশ ও দিয়েছেন। তার সাথে সাথেই বিচারপতি শর্মা আদেশ দিয়েছেন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজস্থান সরকারকে লক্ষ্মী বিলাস প্যালেস হোটেল নিজের অধিকারেই রাখতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584