কবি নিত্য মালাকারের স্মরণসভায় জন্মদিন পালন মাথাভাঙ্গায়

0
105

মনিরুল হক, কোচবিহারঃ

প্রয়াত কবি নিত্য মালাকারের স্মরণসভা ও তাঁর জন্মদিন শনিবার পালিত হল মাথাভাঙ্গায়।তিতির পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সঞ্জয় সাহার বাসভবনে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রয়াত কবির ওই স্মরণসভা ও জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত কবি, সাহিত্যিকসহ সাহিত্যপ্রেমী মানুষ এদিন কবিকে শ্রদ্ধা নিবেদন করেন।

নিজস্ব চিত্র

এদিন ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন কবি সমীর চট্টোপাধ্যায়, কবি অমর চক্রবর্তী, সাংবাদিক সুমিতেশ ঘোষ,নাট্যব্যক্তিত্ব কল্যাণময় দাস, কবি সন্তোষ সিংহ,নির্মল দে, অনুভব সরকার, বিতান চক্রবর্তী,কিরীটি চক্রবর্তীসহ আরও অনেকে।
১৯৪৭ সালের ১৮ আগস্ট কবি নিত্য মালাকারের জন্ম। আজ তার জন্মদিন।

নিজস্ব চিত্র

কিন্তু এ মাসের ১লা আগস্ট তিনি পরলোকগমন করেন। স্মরণসভায় তার নাতি সংকল্প সাহাকে দিয়ে কেক কেটে কবির জন্মদিন পালন করেন স্মরণসভা উপস্থিত সকলে।এদিনের স্মরণসভায় নিত্য মালাকার জন্মদিন পালন তার স্মরণ সভাকে অন্য মাত্রা দেয়।এই স্মরণ সভায় উপস্থিত না হতে পেরে কলকাতা থেকে বিশিষ্ট বিখ্যাত কবি মৃদুল দাশগুপ্ত টেলিফোনে কবির স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা কবির স্মৃতিচারনার পাশাপাশি তাঁর কবিতাও পাঠ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here