নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনী গ্রামে পালিত হল মেদিনীপুরের বীরপুত্র শহীদ ক্ষুদিরাম বসুর ১১২ তম আত্মবলিদান দিবস।
কেশপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এদিন শহীদ ক্ষুদিরামের জন্মভূমি কেশপুরের মোহবনীতে এই উপলক্ষ্যে সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর নাগাদ অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া, জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার, বিধায়ক শিউলি সাহা, জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি সহ অন্যান্যরা। এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করে বলেন, কেশপুরে শহীদ ক্ষুদিরামের জন্মভূমি, পাশেই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ গ্রাম। সেখানে দখলের রাজনীতি হবে কেন ? কেন এখনও শুনতে হবে আমি বাড়ি ছাড়া ? কেন শুনতে হবে আমি হাসপাতালে ? কেন পুলিশ দিয়ে শান্তি রক্ষা করতে হবে ?
আরও পড়ুনঃ শহীদ দিবসে ক্ষুদিরাম স্মরণ কোচবিহারে
শুভেন্দু বাবু সভামঞ্চ থেকে সর্ব সাধারণের কাছে আবেদন জানিয়ে বলেন, আসুন আজকের দিনে শপথ নিই, সবাই রাতে বাড়িতে থাকবে। সব দল থাকবে, সবাই ভালো ভাবে কাজ করবো, মানুষ একটা গ্রহন করবে, অন্যটা বর্জন করবে এবং উন্নয়নের প্রতিযোগীতা হোক। এটাই হোক আজকের দিনে আমাদের সকলের শপথ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584