পিয়ালী দাস, বীরভূমঃ
আই এফ এর যারা কর্মকর্তা তাদেরকে সরানো উচিত।তাহলে কলকাতা তথা বাংলার ফুটবলের আরো উন্নতি হবে।বললেন ভারতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্য।বুধবার বীরভূমের গুনসীমাতে এম জি আর নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে।
রবিবার থেকে শুরু হয়েছে আট দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা।জেলার বিভিন্ন প্রান্তে দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিটি দলে খেলছে বিদেশি ফুটবলাররা। এই প্রতিযোগিতা উপলক্ষে যেদিন উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্য তিনি বলেন বর্তমান আই এফ এ’র যারা কার্যকর্তা,তাদের জন্যই বাংলার ফুটবলের বেহাল দশা। ফুটবলার থেকে রাজনীতি বেশি।গ্রাম বাংলা থেকে প্রকৃত ফুটবল প্রতিভা তুলে আনতে বর্তমান রাজ্যের ফুটবল পরিচালকদের কোনো ভূমিকা নেই। অবিলম্বে ফিল্ম সমস্ত পরিচালকদের সরে যাওয়া উচিত। পাশাপাশি এম.জি.আর.স্পোর্টস একাডেমি দেখে তিনি পরিকাঠামো দেখে ভূয়সী প্রশংসা করেন। প্রত্যন্ত এলাকায় যে পরিকাঠামো এখানে হয়েছে তাতে রাজ্যের খেলার উন্নতি হবে। তবে ফুটবল ও অন্যান্য ক্রীড়া প্রশাসকদের উচিত গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় খেলার উপর নজর দেওয়া”। নকআউট ফুটবল প্রতিযোগিতা এবং মিলন মেলা উপলক্ষে একসপ্তাহ ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এম জি আর স্পোর্টস একাডেমি সংলগ্ন মাঠে।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সুব্রত ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। স্পোর্টস একাডেমি পক্ষে মহিম শেখ বলেন, এলাকার খেলার উন্নতির জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। ক্রিকেটের একাডেমী আছে এখানে। জিম ফ্লাড লাইটের ব্যবস্থা সহ অত্যাধুনিক পরিকাঠামো গড়ে উঠছে এখানে। আমাদের এই একাডেমি থেকে বাংলা দলে খেলার সুযোগ পাচ্ছে এখন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584